জনৈকের প্রতি সালমান ফার্সী (রা:) এর নাসীহাহ

Joined
Jan 3, 2023
Threads
756
Comments
903
Reactions
7,990
মাইমুন ইবনু মিহরান (রাহিমাহুল্লাহ) বলেন, একবার একলোক সালমান ফার্সী (রাযিয়াল্লাহু আনহু)'র নিকট এসে বলল, জনাব, আমাকে কিছু নসীহত করুন। তিনি বললেন -

: কারও সাথে কথা বলো না।

: মানুষের মাঝে বসবাস করব, অথচ কথা বলব না-এটা তো অসম্ভব?

: আচ্ছা, যদি কথা বলতেই হয়, তবে সত্য কথা বলবে অথবা চুপ থাকবে।

: আমাকে আরও কিছু নসীহত করুন।

: কখনও কারও ওপর রাগ করবে না।

: আমি এই সমস্যায় মারাত্মক রকম জর্জরিত। এতে আমার কোনোই নিয়ন্ত্রণ নেই।

: আচ্ছা, যদি রাগ করতেই হয়, তবে নিজের হাত ও মুখ নিয়ন্ত্রণে রাখবে।

: আরও কিছু নসীহত করুন।

: মানুষের সাথে মেলামেশা করো না।

: মানুষের সাথে মিলেমিশে থাকব, কিন্তু তাদের সাথে কথা বলব না-এটা তো অসম্ভব?

: আচ্ছা, যদি মেলামেশা করতেই হয়, তবে সর্বদা জিহ্বা সংযত রাখবে এবং সবার প্রতি আমানতদারী রক্ষা করে চলবে।

— সিফাতুস সাফওয়া : ১/৫৪৯
 
Last edited:
Back
Top