Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,144
- Comments
- 1,336
- Solutions
- 1
- Reactions
- 12,698
- Thread Author
- #1
১. অন্তরের মাধ্যমে : সামান্য লোক দেখানোর জন্য কোনো কাজ করা। কোনো ভালো আমল কেবল দুনিয়া লাভ করা উদ্দেশ্যে করা। তবে শর্ত হচ্ছে কোনোভাবেই তা পরিপূর্ণভাবে আল্লাহ তা'আলা ছাড়া অন্যের জন্য নিবেদিত হবে না।
২. মুখের মাধ্যমে : তার উদাহরণ হলো, এ প্রকার বলা যে, কুকুর না ডাকলে চোর আসতো, আপনি ও আল্লাহ যা চান, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা। অমুক তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে বলা, বিচারকদের বিচারক বলা, আল্লাহ ছাড়া অন্য কারও দাসত্বের নাম রাখা। তবে এগুলোতে যদি কোনোভাবে আল্লাহ ছাড়া অন্যদের ক্ষমতা আছে বিশ্বাস করে, তখন সেটি বড় শির্কে পরিণত হবে।
৩. কর্মকাণ্ডের মাধ্যমে: শোনানোর জন্য সালাত বা দান করা। কার্যকারণ হিসেবে তাবীজ-মাদুলি ব্যবহার করা। কুলক্ষণ নেয়া, গণকদের কাছে যাওয়া, চোর ধরার জন্য লোকদের চালান ইত্যাদির ব্যবহার, সুতা বা তাগা বাঁধা ইত্যাদি। তবে এর সাথে যদি অন্তরে এদের জন্য ইলমে গাইবের আকীদাহ বিশ্বাস যুক্ত হয় তখন সেটা বড় শির্কে রূপান্তরিত হবে।
[আকীদার চারটি মৌলিক পরিভাষা, ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া]
২. মুখের মাধ্যমে : তার উদাহরণ হলো, এ প্রকার বলা যে, কুকুর না ডাকলে চোর আসতো, আপনি ও আল্লাহ যা চান, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা। অমুক তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে বলা, বিচারকদের বিচারক বলা, আল্লাহ ছাড়া অন্য কারও দাসত্বের নাম রাখা। তবে এগুলোতে যদি কোনোভাবে আল্লাহ ছাড়া অন্যদের ক্ষমতা আছে বিশ্বাস করে, তখন সেটি বড় শির্কে পরিণত হবে।
৩. কর্মকাণ্ডের মাধ্যমে: শোনানোর জন্য সালাত বা দান করা। কার্যকারণ হিসেবে তাবীজ-মাদুলি ব্যবহার করা। কুলক্ষণ নেয়া, গণকদের কাছে যাওয়া, চোর ধরার জন্য লোকদের চালান ইত্যাদির ব্যবহার, সুতা বা তাগা বাঁধা ইত্যাদি। তবে এর সাথে যদি অন্তরে এদের জন্য ইলমে গাইবের আকীদাহ বিশ্বাস যুক্ত হয় তখন সেটা বড় শির্কে রূপান্তরিত হবে।
[আকীদার চারটি মৌলিক পরিভাষা, ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া]