‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

হারাম ও কবিরা গুনাহ গীবত করা যেনার চেয়ে বড় পাপ। উক্ত বক্তব্য কি সঠিক?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,544
Credits
2,602
উক্ত মর্মে বর্ণিত হাদীসটি যঈফ (সিলসিলা যঈফাহ, হা/১৮৪৬)। তবে গীবত এক জঘন্য অপরাধ। আল্লাহ তা‘আলা একে মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করেছেন (সূরা আল-হুজুরাত : ১২)।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, গীবতকারী জান্নাতে প্রবেশ করবেন না’ (সহীহ বুখারী, হা/৬০৫৬; মিশকাত, হা/৪৮২৩)।

তাছাড়া গীবত ‘হাক্কুল ইবাদের’ অন্তর্ভুক্ত, যা ব্যক্তির সাথে সম্পৃক্ত। সেকারণ যার গীবত করা হবে, তার নিকট থেকেই ক্ষমা নিতে হবে (সহীহ বুখারী, হা/৬৫৩৪; মিশকাত, হা/৫১২৬)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:

Share this page