প্রশ্নোত্তর গিবতের শাস্তি থেকে বাঁচার উপায়

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,046
প্রশ্ন: আমি জীবনে বহু মানুষের গীবত করেছি, তোহমতও দিয়েছি। আমার জানামতে এ গোনাহ আল্লাহ ক্ষমা করবেন না।

যাদের গীবত করেছি তাদের অনেকের সাথে আমার যোগাযোগও নেই। আবার ক্ষমা চাওয়াও লজ্জার ব্যাপার। এক্ষণে এ পাপ থেকে বাঁচার জন্য আমার করণীয় কি?

উত্তর: গীবত করা হয়েছে এমন ব্যক্তির জন্য অধিকহারে ইস্তিগফার পাঠ করাই তার কাফফারা। আর তার জন্য দান-ছাদাকা, ইস্তিগফার ও দো'আ করবে। (নববী, আল আযকার ৫৫০ পৃ.)।

আর দো'আয় বলবে, 'আল্লাহুম্মাগফির লানা ওয়া লাহু' অর্থাৎ আল্লাহ তুমি আমাদের ও তাকে ক্ষমা করে দাও'।

সম্ভব হ'লে তার নিকট সরাসরি ক্ষমা চেয়ে নেয়াই সর্বোত্তম।

কারণ রাসূল (ছাঃ) বলেন, যদি কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি তার সম্মান বা অন্য কিছুতে কোন যুলুম ও অন্যায় করে থাকে,

তাহ'লে সেদিন আসার পূর্বেই সে যেন আজই তার নিকট হ'তে (ক্ষমা চাওয়া অথবা প্রতিশোধ দেওয়ার মাধ্যমে) নিজেকে মুক্ত করে নেয়;

যেদিন (ক্ষতিপূরণ দেওয়ার জন্য) না দীনার হবে না দিরহাম। যালেমের নেক আমল থাকলে তার যুলুম অনুপাতে নেকী তার নিকট থেকে কেটে নিয়ে (মযলূমকে দেওয়া) হবে।

পক্ষান্তরে যদি তার নেকী না থাকে (অথবা নিঃশেষ হয়ে যায়) তাহ'লে তার (মযলুম) প্রতিবাদীর গোনাহ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে (বুখারী হা/২৪৪৯; মিশকাত হা/৫১২৬)।'

কারণ এটি আর্থিক কোন ব্যাপার নয় (ইবনু তায়মিয়া, মাজমূ'উল ফাতাওয়া ১৮/১৮৭-১৮৮)।
 

Attachments

  • FB_IMG_1715520067595.webp
    FB_IMG_1715520067595.webp
    180.7 KB · Views: 189
Similar threads Most view View more
Back
Top