- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,877
- Thread Author
- #1
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) সূত্রে বর্ণিত,“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গাছের ফল উপযোগী হওয়ার পূর্বে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই নিষেধ করেছেন।”
হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ২১৯৪; সহীহ মুসলিম, ১৫৩৪; মুয়াত্তা মালিক, ১৩০২; সুনান আবু দাউদ, ৩৩৬৭; সুনান নাসায়ী, ৪৫১৯; সুনান ইবনে মাজাহ, ২২১৪; সুনান দারেমি, ২৪৭৪
হাদীসের শিক্ষাসমূহ :
[এক] অপরিপক্ক অবস্থায় গাছের ফল বিক্রি করা নিষিদ্ধ।
[দুই] গাছের ফল পরিপূর্ণ ও পরিপক্ক হওয়ার পরে তা খাবার উপযোগী হলেই কেবল বিক্রি করা বৈধ।
[তিন] গাছের ফল আসার আগে অথবা ফলের আগে ফুল দেখা গেলেও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।
[চার] বিক্রি করা যেভাবে নিষিদ্ধ ঠিক সেভাবে ক্রয় করাও নিষিদ্ধ।
[পাঁচ] নষ্ট হওয়ার আশঙ্কা মুক্ত হলে গাছের ফল ক্রয় ও বিক্রয় দুটিই শরী'আ অনুমোদিত।
— স্বর্ণালি সনদে বর্ণিত চল্লিশ হাদীস, চৌত্রিশতম হাদীস; ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মাকতাবাত আল মুফলিহুন
হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ২১৯৪; সহীহ মুসলিম, ১৫৩৪; মুয়াত্তা মালিক, ১৩০২; সুনান আবু দাউদ, ৩৩৬৭; সুনান নাসায়ী, ৪৫১৯; সুনান ইবনে মাজাহ, ২২১৪; সুনান দারেমি, ২৪৭৪
হাদীসের শিক্ষাসমূহ :
[এক] অপরিপক্ক অবস্থায় গাছের ফল বিক্রি করা নিষিদ্ধ।
[দুই] গাছের ফল পরিপূর্ণ ও পরিপক্ক হওয়ার পরে তা খাবার উপযোগী হলেই কেবল বিক্রি করা বৈধ।
[তিন] গাছের ফল আসার আগে অথবা ফলের আগে ফুল দেখা গেলেও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।
[চার] বিক্রি করা যেভাবে নিষিদ্ধ ঠিক সেভাবে ক্রয় করাও নিষিদ্ধ।
[পাঁচ] নষ্ট হওয়ার আশঙ্কা মুক্ত হলে গাছের ফল ক্রয় ও বিক্রয় দুটিই শরী'আ অনুমোদিত।
— স্বর্ণালি সনদে বর্ণিত চল্লিশ হাদীস, চৌত্রিশতম হাদীস; ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মাকতাবাত আল মুফলিহুন