Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 985
- Comments
- 1,171
- Solutions
- 1
- Reactions
- 10,781
- Thread Author
- #1
গর্ভবতী নারী মারা গেলে সন্তান জীবিত থাকার আশঙ্কায় নারীর পেট কাটা হারাম। কেননা এতে ক্ষীণ সম্ভাবনাময় সন্তানের জন্য মাইয়্যেতের অসম্মান করা হয়। কেননা সন্তান জীবিত না থাকার সম্ভাবনাই বেশি। আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,“মৃত ব্যক্তির হাঁড় চূর্ণ করা, জীবিত ব্যক্তির হাঁড় চূর্ণ করার মতো” (আবু দাউদ: ৩২০৭, সহীহ)। ইবন কুদামা (রহ.) বলেছেন, পেটের বাচ্চা জীবিত থাকার সম্ভাবনা বেশি থাকলে শাফেঈ মাযহাব মতে পেট কেটে বাচ্চা বের করা হবে। কেননা এতে মাইয়্যেতের আংশিক নষ্ট করে জীবিতকে বের করা হয়। তাই এটা জায়েজ। যেমন কিছু অংশ জীবিত বের হলে বাকী অংশ যদি কাটা ছাড়া বের না হয় তখন কাটা জয়েজ। তাছাড়া এতে তার শরীরের একটি অংশই শুধু কেটে বের করা হয়।
অতএব, জীবিতাকে রক্ষা করতে তার শরীরের অংশ
কেটে বের করা অগ্রাধিকার প্রাপ্ত (আল মুগনী, ২/৪১৩)।
[মৃত ব্যক্তির দাফন কাফন, ইসলাম হাউস.কম]
অতএব, জীবিতাকে রক্ষা করতে তার শরীরের অংশ
কেটে বের করা অগ্রাধিকার প্রাপ্ত (আল মুগনী, ২/৪১৩)।
[মৃত ব্যক্তির দাফন কাফন, ইসলাম হাউস.কম]