উত্তর : হ্যাঁ, স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী তাকে গোসল দিতে পারবে, অনুরূপভাবে স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামীও তাকে গোসল দিতে পারবে। বরং স্বামী স্ত্রীই একে অপরকে গোসল দেয়ার বেশি হক্বদার। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকী থেকে ফিরে এসে আমাকে মাথাব্যথায় যন্ত্রণাকাতর অবস্থায় পেলেন। তখন আমি বলছিলাম, হে আমার মাথা! তিনি বলেন, ‘হে আয়েশা! আমিও মাথাব্যথায় ভুগছি, হে আমার মাথা!’। অতঃপর তিনি বলেন, ‘তুমি যদি আমার পূর্বে মারা যেতে, তাহলে তোমার কোনো ক্ষতি হতো না। কেননা আমি তোমাকে গোসল করাতাম, কাফন পরাতাম, তোমার জানাযার ছালাত পড়তাম এবং তোমাকে দাফন করতাম’ (ইবনু মাজাহ, হা/১৪৬৫; দারেমী, ১/৩৭-৩৮)। আবার আবূ বকর রযিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলে তার স্ত্রী আসমা বিনতু উমাইস রযিয়াল্লাহু আনহা তাকে গোসল দিয়েছিলেন (মুওয়াত্ত্বা মালিক, হা/৩০৪)।
--- মাসিক আল ইতিছাম, সেপ্টেম্বর ২০২৩
--- মাসিক আল ইতিছাম, সেপ্টেম্বর ২০২৩