ঐ সাহাবী’র নাম সাদ ইবনু ‘উবাদাহ্ (রাদিআল্লাহু আনহু)। তিনি খাজরাজ বংশীয় আনসারী সাহাবী ছিলেন। তাঁর উপনাম আবূ সাবিত। কারো মতে তিনি আবূ কুবাইস।তাঁর ওফাত নিয়ে হাদীস বিশারদগণের মধ্যে ভিন্নমত আছে। তিনি সিরিয়ায় বসরা নগরীতে জিন দ্বারা আক্রান্ত হয়ে ৬৩৫ খ্রিষ্টাব্দে ইন্তিকাল করেন। শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ)-এর বর্ণনা সূত্র নিয়ে দ্বিমত পোষণ করেন— (ইরওয়া- হা. ৫৬)। আসলে তাঁর মৃত্যু স্বচক্ষে কেউ দেখেনি। গোসল দিতে গিয়ে দেখা যায়, তার শরীর সবুজ বর্ণের হয়ে পড়েছে। তাই কেউ এটিকে জিন্ দ্বারা হত্যা বলেছেন। আর এ মর্মে কিছু ঐতিহাসিক উক্তিও রয়েছে। অন্যরা পাথরের আঘাতে রক্তক্ষরণ দ্বারা মৃত্যু ঘটেছে বলে অভিমত ব্যক্ত করেছেন। আবার আল্লামা আইনী বদ-নজরের কথাও বলেছেন। (সিয়ারু আলামিন নুবালা “সা’দ ইবনু ‘উবাদাহ্” জিবনী- অনুচ্ছেদ : ১/২৭০, ইবনু হাজার আল আসক্বালানী “আল-ইসাবা”- ১/৭০৮)
--- সাপ্তাহিক আরাফাত, ১৮ সেপ্টেম্বর ২০২৩
--- সাপ্তাহিক আরাফাত, ১৮ সেপ্টেম্বর ২০২৩