ইসলামের দৃষ্টিতে পিতৃহীন শিশু প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ইয়াতিম হিসাবে গণ্য হয়। বালেগ বা প্রাপ্ত বয়স্ক হবার পর তাকে আর ইয়াতিম বলা হয় না। হানযালা ইবনে হুযাইম আল হানাফী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ বলেছেন-
“স্বপ্নদোষ হলে কোন ছেলে শিশু ইয়াতিম থাকে না আর ঋতুস্রাব হলে কোন মেয়ে শিশু ইয়াতিম থাকে না।” [সিলসিলা সহীহাহ,হা/ ৩১৮০]
والله أعلم بالصواب
لا يُتْمَ بعد احتلامٍ ، ولا يُتْمَ على جاريةٍ إذا هي حاضَتْ
“স্বপ্নদোষ হলে কোন ছেলে শিশু ইয়াতিম থাকে না আর ঋতুস্রাব হলে কোন মেয়ে শিশু ইয়াতিম থাকে না।” [সিলসিলা সহীহাহ,হা/ ৩১৮০]
والله أعلم بالصواب