- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,578
- Thread Author
- #1
কবর যিয়ারত করতে গিয়ে হাদীসে বর্ণিত সহীহ দু‘আ পাঠ করবে। অতঃপর কবরবাসীর জন্য দু‘আ করবে। কিন্তু সেখানে কুরআন তেলাওয়াত করা যাবে না। তিনবার সূরা ফাতিহা পাঠ, সাতবার দরূদ পাঠ, সূরা ইখলাছ, ফালাক্ব, নাস পাঠ ইত্যাদি যে প্রথা চালু আছে তা সম্পূর্ণ বিদ‘আতী প্রথা।
সূরা ইয়াসীন পাঠ করা সম্পর্কে যে বর্ণনা প্রচলিত আছে তা জাল। এর সনদে আবু উবায়দাহ, আইয়ূব বিন মুদরিক ও আহমাদ রিইয়াহী নামে তিনজন ত্রুটিপূর্ণ রাবী আছে (সিলসিলা যঈফাহ হা/১২৪৬)।
সূরা ইয়াসীন পাঠ করা সম্পর্কে যে বর্ণনা প্রচলিত আছে তা জাল। এর সনদে আবু উবায়দাহ, আইয়ূব বিন মুদরিক ও আহমাদ রিইয়াহী নামে তিনজন ত্রুটিপূর্ণ রাবী আছে (সিলসিলা যঈফাহ হা/১২৪৬)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: