কুরআন কুরআনকে 'কুরআন শরীফ' বলা যায় কি?

A

Anonymous User

Guest
উত্তর: আল্লাহ তাআলা কুরআনকে যে সব শব্দ দ্বারা বিশেষিত করেছেন আমাদেরও উচিৎ ঐ সকল শব্দ ব্যবহার করা।

যেমন, আল কুরআনুল মাজীদ/কুরআন মাজীদ (মর্যাদাবান কুরআন), আল কুরআনুল কারীম/কুরআনে কারীম (সম্মানিত কুরআন), আল কুরআনুল হাকীম/কুরআনে হাকীম (প্রজ্ঞাময় কুরআন) ইত্যাদি।

কিন্তু কুরআন ও হাদীসে কুরআনের সাথে ‘শরীফ’ শব্দটির ব্যবহার পাওয়া যায় না। তাই ‘কুরআন শরীফ’ ব্যবহার না করাটাই ভাল-যদিও অর্থগতভাবে কোন সমস্যা নেই। (শরীফ শব্দের অর্থ: উচ্চ-মর্যাদাসম্পন্ন, সম্মানিত।)

মোটকথা, কুরআনের সম্মানে আল্লাহর দেয়া নাম ব্যবহারের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।
 
Similar threads Most view View more
Back
Top