‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️
A

কুরআন কুরআনকে 'কুরআন শরীফ' বলা যায় কি?

A

Anonymous User

Guest

উত্তর: আল্লাহ তাআলা কুরআনকে যে সব শব্দ দ্বারা বিশেষিত করেছেন আমাদেরও উচিৎ ঐ সকল শব্দ ব্যবহার করা।

যেমন, আল কুরআনুল মাজীদ/কুরআন মাজীদ (মর্যাদাবান কুরআন), আল কুরআনুল কারীম/কুরআনে কারীম (সম্মানিত কুরআন), আল কুরআনুল হাকীম/কুরআনে হাকীম (প্রজ্ঞাময় কুরআন) ইত্যাদি।

কিন্তু কুরআন ও হাদীসে কুরআনের সাথে ‘শরীফ’ শব্দটির ব্যবহার পাওয়া যায় না। তাই ‘কুরআন শরীফ’ ব্যবহার না করাটাই ভাল-যদিও অর্থগতভাবে কোন সমস্যা নেই। (শরীফ শব্দের অর্থ: উচ্চ-মর্যাদাসম্পন্ন, সম্মানিত।)

মোটকথা, কুরআনের সম্মানে আল্লাহর দেয়া নাম ব্যবহারের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।
 

Share this page