‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বিভিন্ন ফিরকা কাররামিয়া সম্প্রদায়

mmjoy

Salafi

Salafi User
Threads
5
Comments
9
Reactions
55
Credits
32
ইমাম উসমান ইবন সাঈদ আদ-দারেমি বলেন:
আমি ইব্রাহিম ইবনুল হুসাইনের সাথে ছিলাম, তখন প্যাচ পরা একজন লম্বা লোক আমাদের কাছে প্রবেশ করল এবং বলা হল: এ হচ্ছে ইবন কাররাম।
ইবরাহীম তাকে বললেনঃ তুমি কি কোন আলেমদের কাছে আসা যাওয়া করেছ?
সে বলল, না।
তিনি বললেনঃ তুমি কি উসমান ইবন আফফান আস-সিজিস্তানির সাথে দেখা করেছ?
সে বলল, না।
তিনি বললেনঃ তুমি যা বলে বেড়াচ্ছ এই জ্ঞান কোথা থেকে পেলে?
সে বললঃ এটা একটা নূর যা আল্লাহ আমার পেটে রেখেছেন।
তিনি বললেনঃ তুমি কি ভালোভাবে সালাতের তাশাহহুদ পাঠ করতে পার?
ইবন কাররাম বললোঃ হ্যাঁ, (তারপর তাশাহহুদ পড়তে গিয়ে সে তাশাহহুদকে অজ্ঞতাবশত এমন বিকৃত করে পড়লো যার অর্থ দাঁড়ায়) কামনা, দোয়া ও তওবা আল্লাহর। আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং যারা ধার্মিকদেরকে ধ্বংস করেছে।…
তিনি বললেনঃ উঠো, আল্লাহ তোমাকে অভিশাপ দিন। অতঃপর ইব্রাহীম ইবনুল হুসাইন তাকে সিজিস্তান থেকে নির্বাসিত করলেন।
[যাহাবী, ইসলামের ইতিহাস, পালমিরা, ১৯/৩১৩]
এর দ্বারা বুঝা গেল যে,
১- কাররামিয়া সম্প্রদায়ের নেতা মুহাম্মাদ ইবন কাররাম আলেমদের অন্তর্ভুক্ত ছিল না।
২- কাররামিয়া সম্প্রদায় একটি বিদআতী সম্প্রদায় ছিল।
৩- কাররামিয়া সম্প্রদায় একটি কালাম শাস্ত্রবিদ ফের্কা ছিল।
৪- কাররামিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে সালাফগণ কঠোর ছিলেন।
সুতরাং কেউ যদি সালাফী আলেমগণের কাউকে কাররামিয়াদের সাথে সম্পৃক্ত করতে চায়, তাহলে বুঝতে হবে যে সে হয় জাহেল, অথবা মিথ্যুক, প্রতারক ও ভণ্ড।
 

Share this page