- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,877
- Thread Author
- #1
তায়াম্মুম দ্বারা ওযু ও গোসল উভয়টির বিপরীতে পবিত্রতা অর্জিত হওয়ার ব্যাপারে সবাই ঐকমত্য পোষণ করেছেন। এটি এ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছাড়।
নিম্নলিখিত অবস্থাসমূহের কোনোটি পাওয়া গেলে তায়াম্মুম করতে হয় -
(১) পানি পাওয়া না গেলে বা পানি দূরে থাকলে।
(২) কারো শরীরে ক্ষত থাকলে বা অসুস্থ হলে এবং সে পানি ব্যবহার করলে ক্ষত বা অসুস্থতা বেড়ে যাওয়ার আশংকা থাকলে।
(৩) পানি অতি ঠাণ্ডা হলে এবং গরম করতে সক্ষম না হলে।
(৪) যদি মজুদ পানি ব্যবহারের কারণে নিজে বা অন্য কেউ পিপাসায় নিপতিত হওয়ার আশঙ্কা করে।
তায়াম্মুম বিশুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তা হচ্ছে -
(১) মুসলিম হওয়া।
(২) হায়েয বা নিফাসের রক্ত শেষ হওয়া।
(৩) আকল বা বুদ্ধিসম্পন্ন হওয়া।
(৪) পবিত্র মাটি পাওয়া।
— উমদাতুল আহকাম (অনুবাদ ও ব্যাখ্যা), প্রথম খন্ড; সবুজপত্র পাবলিকেশন্স
নিম্নলিখিত অবস্থাসমূহের কোনোটি পাওয়া গেলে তায়াম্মুম করতে হয় -
(১) পানি পাওয়া না গেলে বা পানি দূরে থাকলে।
(২) কারো শরীরে ক্ষত থাকলে বা অসুস্থ হলে এবং সে পানি ব্যবহার করলে ক্ষত বা অসুস্থতা বেড়ে যাওয়ার আশংকা থাকলে।
(৩) পানি অতি ঠাণ্ডা হলে এবং গরম করতে সক্ষম না হলে।
(৪) যদি মজুদ পানি ব্যবহারের কারণে নিজে বা অন্য কেউ পিপাসায় নিপতিত হওয়ার আশঙ্কা করে।
তায়াম্মুম বিশুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তা হচ্ছে -
(১) মুসলিম হওয়া।
(২) হায়েয বা নিফাসের রক্ত শেষ হওয়া।
(৩) আকল বা বুদ্ধিসম্পন্ন হওয়া।
(৪) পবিত্র মাটি পাওয়া।
— উমদাতুল আহকাম (অনুবাদ ও ব্যাখ্যা), প্রথম খন্ড; সবুজপত্র পাবলিকেশন্স