কুরআন শুক্রবারে সূরা কাহাফ পড়ার সময় কখন?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,147
প্রশ্ন: হাদিসে জুমার দিন সূরা কাহাফ পড়ার ফযিলত বর্ণিত হয়েছে। প্রশ্ন হল, এটা কি জুমার দিন সকাল থেকে পড়তে হবে না কি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পড়লেও হবে?

উত্তর: এ কথা স্বত:সিদ্ধ যে, ইসলামী বিধান অনুযায়ী সূর্য ডোবার পর থেকে নতুন দিনের সূচনা হয় যেমন: সন্ধ্যা হলেই রমাযান মাস শুরু হয়।

সুতরাং বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, এক বৈঠকে পূরা সূরা পড়া জরুরি নয়। বরং বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত একাধিক বৈঠকে ভাগ ভাগ করে উক্ত সূরা পড়ে শেষ করলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আল্লাহু আলাম

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব​
 
Last edited by a moderator:
Back
Top