‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

কখন কি বলা সুন্নাহ

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:
  1. কোন কিছু আরম্ভ করার পূর্বে
  2. ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে
  3. আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোন কৃতিত্ব দেখলে
  4. কোন বিস্ময়কর ভালো বিষয় দেখলে
  5. ভালো কিছু খাওয়া / শুভ সংবাদ শোনা
  6. বিপদের কথা / খারাপ সংবাদ শুনলে, হারিয়ে / চুরি গেলে
  7. প্রশংসার বহিঃপ্রকাশ / ভালো যে কোন কিছু দেখলে
  8. উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে
  9. হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে
  10. কোন হাঁচি দাতার ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে
  11. পাপের অনুশোচনায় বা গুনাহর কথা বললে
  12. জিজ্ঞাসার জবাবে (কেমন আছো এর জবাবে)
  13. অপ্রীতিকর কিছু ঘটলে, বাজে কথা শুনলে
  14. মৃত্যুর/অপ্রীতিকর কোন সংবাদ শুনলে
  15. প্রার্থনার শেষে
  16. উপরে উঠার সময়
  17. নিচে নামার সময়
  18. অনুমানে কোন বিষয়ে কিছু বললে, কথা শেষে
  19. পশু জবেহ বা নাহর করার সময়
  20. কোন বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায়
  21. কারো সাথে দেখা হলে
  22. শয়তানের ওয়াসওয়াসা বা প্রতারণা থেকে বাঁচার জন্য

কোন কিছু আরম্ভ করার পূর্বে

ভালো কোন কিছু খাওয়া বা পান করার সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা -

بِسْمِ اللَّهِ

উচ্চারণঃ বিসমিল্লা-হ

অনুবাদঃ আল্লাহ্‌র নামে।

উমর ইবনু আবী সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর তত্ত্বাবধানে থাকা এক ছেলে। খাওয়ার সময় আমি পাত্রের বিভিন্ন জায়গায় হাত দিতাম। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে বলেন, “এই ছেলে! বিসমিল্লাহ্‌ বলো, তোমার ডানদিক থেকে খাও এবং তোমার পাশের অংশ থেকে খাও!" এর পর থেকে খাওয়ার সময় আমি এ নির্দেশনাগুলো অনুসরণ করে চলেছি।

রেফারেন্স: বুখারীঃ ৫৩৭৬



 

Share this page