সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সালাত এশার নামাজের পর চার রাকাআত নামাজ পড়ার ফজিলত

Hasan Ali

Salafi

Salafi User
Threads
4
Comments
36
Reactions
44
Credits
57
১. আব্দুল্লাহ ইবনু 'আমর (রা:) বলেন, 'যে ব্যক্তি এশার সালাতের পর চার রাকা'আত (সুন্নাত) ছালাত আদায় করবে, (নেকীর দিক দিয়ে) তা লাইলাতুল ক্বদরের রাতে ছালাত আদায় করা হিসাবে গণ্য করা হবে। [ইবনে আবি শায়বাহ, মুসান্নাফ হা/৭২৭৩, ছহীহ]

২. আয়েশা সিদ্দীকা (রা:) বলেন, 'এশার ছালাতের পর চার রাকা'আত (সুন্নাত) ছালাত আদায়, (নেকীর দিক দিয়ে) তা লাইলাতুল কদরের রাতে ছালাত আদায় করার সমান'। [ইবনে আবি শায়বাহ, মুসান্নাফ হা/৭২৭৪, ছহীহ]

৩. আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা:) বলেন, 'যে ব্যক্তি এশার ছালাতের পর এক সালামে চার রাকা'আত (সুন্নাত) ছালাত আদায় করবে, (নেকীর দিক দিয়ে) তা লাইলাতুল ক্বদরের
রাতে ছালাত আদায় করা হিসাবে গণ্য করা হবে'। [ইবনে আবি শায়বাহ, মুসান্নাফ হা/৭২৭৫, ছহীহ]
 
COMMENTS ARE BELOW
Top