এ কথা ভিত্তিহীন। হাদীছে একসাথে খাওয়ার কথা এসেছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা বিসমিল্লাহ বলে এক সাথে খাবার গ্রহণ কর, তাতে তোমাদের জন্য বরকত নাযিল করা হবে’ (তিরমিযী, মিশকাত হা/৪২৫২; ছহীহাহ হা/৬৬৪)। তিনি বলেন, ‘সে খাবার আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, যাতে একাধিক হাত স্পর্শ করে’ (মুসনাদ আবু ইয়া‘লা, ছহীহাহ হা/৮৯৫)।
আত তাহরীক
আত তাহরীক