- Joined
- Dec 7, 2022
- Threads
- 151
- Comments
- 158
- Reactions
- 1,323
- Thread Author
- #1
হাফেজ ইবনু রজব হাম্বলী রহিমাহুল্লাহ বলেনঃ
উপকারী ইলমের অন্যতম আলামত হলো, এটা ইলম অর্জনকারীকে দুনিয়া ('র যাবতীয় লোভ লালসা) থেকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।
আর দুনিয়ার সবচেয়ে বড় লোভ হলো: নেতৃত্ব, প্রসিদ্ধি/খ্যাতি এবং সুনাম অর্জন।
উপকারী ইলম ওয়ালা ব্যক্তি কখনো নিজেকে আলেম দাবি করে না এবং অন্যের উপরে এটা নিয়েই অহংকার প্রকাশ করে না।
সুন্নাহ ও সুন্নাহপন্থীদের বিরোধিদের ছাড়া অন্যদেরকে কখনো অজ্ঞতার অভিযোগ করে না।
مجموع الرسائل (١٣/٣)
উপকারী ইলমের অন্যতম আলামত হলো, এটা ইলম অর্জনকারীকে দুনিয়া ('র যাবতীয় লোভ লালসা) থেকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।
আর দুনিয়ার সবচেয়ে বড় লোভ হলো: নেতৃত্ব, প্রসিদ্ধি/খ্যাতি এবং সুনাম অর্জন।
উপকারী ইলম ওয়ালা ব্যক্তি কখনো নিজেকে আলেম দাবি করে না এবং অন্যের উপরে এটা নিয়েই অহংকার প্রকাশ করে না।
সুন্নাহ ও সুন্নাহপন্থীদের বিরোধিদের ছাড়া অন্যদেরকে কখনো অজ্ঞতার অভিযোগ করে না।
مجموع الرسائل (١٣/٣)