উপকারী ইলম

Y

Yiakub Abul Kalam

Guest

হাফেজ ইবনু রজব হাম্বলী রহিমাহুল্লাহ বলেনঃ

উপকারী ইলমের অন্যতম আলামত হলো, এটা ইলম অর্জনকারীকে দুনিয়া ('র যাবতীয় লোভ লালসা) থেকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।

আর দুনিয়ার সবচেয়ে বড় লোভ হলো: নেতৃত্ব, প্রসিদ্ধি/খ্যাতি এবং সুনাম অর্জন।

উপকারী ইলম ওয়ালা ব্যক্তি কখনো নিজেকে আলেম দাবি করে না এবং অন্যের উপরে এটা নিয়েই অহংকার প্রকাশ করে না।

সুন্নাহ ও সুন্নাহপন্থীদের বিরোধিদের ছাড়া অন্যদেরকে কখনো অজ্ঞতার অভিযোগ করে না।

مجموع الرسائل (١٣/٣)
 
Back
Top