ইসলাম বিদ্বেষীদের ইসলাম ও আলেমদের সম্পর্কে বিষোদগারে তুল্লাবুল ইলমের অবস্হান কি হবে?
শায়খ বিন বায রহিমাহুল্লাহ বলেন: "যদি কোনো ইসলাম বিরোধী কেউ আত্মপ্রকাশ করে, ইসলামের ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি করে, বিষোদগার করে; তবে ছাত্ররা তার বিরুদ্ধে মুখে, কলমে ও অন্যান্য মাধ্যমে তাদের রদ করবে। এক্ষেত্রে শিথিলতা করে এটা বলবে না: অন্যরা আছে!! বরং এগিয়ে এসে বলবে: এটা আমি দেখছি, আমি দেখছি। যদিও অন্য আলেমরা থাকেন, কিন্তু সে আশংকা করছে এই ব্যাপারে তাদের গোচর না থাকার; তাহলে সে অবশ্যই রদ করবে, পিছু হটবে না।
বরং উপযুক্ত সময়ে হককে সাহায্য ও ইসলাম বিদ্বেষীদের রদ করার জন্য লিখনী ও অন্যান্য মাধ্যম, যেমন-রেডিও, টেলিভিশন, পত্রিকা অথবা অন্য যে কোনো মাধ্যমেই হোক, প্রতিরোধ করে যাবে। সে অবশ্যই তার ইলমকে গোপন করবে না; বরং সে লিখবে, বক্তব্য দেবে, আলোচনা করবে, বিদয়াতী ও অন্যান্য যারা ইসলাম বিরোধী রয়েছে, তাদের রদ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাকে যতটুকু ইলমী শক্তি ও সামর্থ্য দিয়েছেন সে অনুযায়ী।
-(মাসঊলিয়্যাতু ত্বলিবিল ইলম, ১/১৫), (মাজমূ' ফতোয়া ওয়া মাকালাতুশ শায়খ বিন বায, ৭/২১৮)