হারাম ও কবিরা গুনাহ ইসলামিক কার্টুন ফিল্ম

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,119
সৌদি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটিকে জিজ্ঞাসা করা হয়েছিল:
প্রশ্ন: তথাকথিত "ইসলামিক" কার্টুন ফিল্ম—অ্যানিমেটেড প্রযোজনা যা শিশুদের জন্য অর্থপূর্ণ এবং উপকারী গল্প উপস্থাপন করে, যেমন তাদের বাবা-মায়ের প্রতি সম্মান দেখানো, সত্যবাদী ও বিশ্বস্ত হওয়া, নামাযের গুরুত্ব বোঝা এবং অনুরূপ সদ্গুণাবলী—তা দেখা ও ক্রয় করার বিধান কী? এই প্রযোজনাগুলির উদ্দেশ্য হলো টেলিভিশনের বিকল্প হিসেবে কাজ করা, যা এখন ব্যাপক। তবে সমস্যা হলো, এই কার্টুনগুলিতে হাতে আঁকা চিত্রাঙ্কনে মানুষ এবং প্রাণী দেখানো হয়।
এগুলো কি দেখা অনুমোদিত? দয়া করে আমাদের একটি ফতোয়া প্রদান করুন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।

উত্তর: কার্টুন ফিল্ম বিক্রি করা, ক্রয় করা বা ব্যবহার করা অনুমোদিত নয়, কারণ এগুলিতে নিষিদ্ধ চিত্রাঙ্কন (depictions) রয়েছে।
শিশুদের সঠিক লালন-পালন বৈধ উপায়ে অর্জন করতে হবে—শিক্ষা দেওয়া, শৃঙ্খলা শেখানো, তাদের নামাযের নির্দেশ দেওয়া এবং তাদের যথাযথ যত্ন নেওয়ার মাধ্যমে। আর সমস্ত সাফল্য আল্লাহর হাতে। আমাদের নবী মুহাম্মাদ, তাঁর পরিবার এবং তাঁর সাহাবাগণের উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক।
(ফতোয়াস অফ দ্য পার্মানেন্ট কমিটি, নং ১৯৯৩৩)

অনুরূপভাবে, শাইখ ফাউজান হাফিযাহুল্লাহ বলেছেন:
আল্লাহ (প্রাণীর) ছবি তৈরি করা এবং সেগুলোর মালিকানা নিষিদ্ধ করেছেন—তাহলে আমরা কীভাবে আমাদের সন্তানদেরকে নিষিদ্ধ কিছুর উপর লালন-পালন করতে পারি?
কীভাবে আমরা বেআইনি জিনিস—নিষিদ্ধ চিত্রাঙ্কন এবং অ্যানিমেটেড, কথা বলা মূর্তি যা মানুষের সাথে খুব বেশি সাদৃশ্যপূর্ণ—ব্যবহার করে তাদের গড়ে তুলতে পারি? এটি ছবি তৈরির একটি গুরুতর রূপ, এবং এর উপর ভিত্তি করে শিশুদের লালন-পালন করা অনুমোদিত নয়।
ঠিক এটাই অবিশ্বাসীরা চায়: যে আমরা আল্লাহর রাসূল ﷺ এর আদেশের বিরোধিতা করি। রাসূল ﷺ ছবি, সেগুলোর ব্যবহার এবং সেগুলোর মালিকানা নিষিদ্ধ করেছেন। অথচ এই কার্টুনগুলি শিক্ষার অজুহাতে যুবক ও মুসলমানদের মধ্যে প্রচার করা হচ্ছে।
এই ধরনের লালন-পালন দূষিত। সঠিক লালন-পালন হলো শিশুদেরকে এমন কিছু শেখানো যা তাদের ধর্মীয় এবং পার্থিব জীবনে তাদের উপকার করবে।
(মাজমু‘আত রাসাইল দা‘ওয়িয়্যাহ ওয়া মানহাজিয়্যাহ, পৃষ্ঠা ২৭২)

الطفل السلفي.
 
আসসালামুয়ালাইকুম প্রিয় সকল দ্বীনি ভাই। এই ফোরাম থেকে মুয়াত্তা ইমাম মালেক হাদীস গ্রন্থের দ্বিতীয় খণ্ড ডাউনলোড করে হাদীস ১৭৫৪,৫৫,৫৬ পড়ুন এবং রেফারেন্স বই ফলো করুন। রেফারেন্স দুইটা বই এই ফোরামে আছে (১) লানত প্রাপ্ত যারা-কামাল আহমেদ (২)ইসলামে হালাল ও হারামের বিধান-ইউসুফ আল কারযাবি। কার্টুন ছবি ও কাপড়ে তৈরি ছবির একই বিধান সাধারণ যদি কোন দেব, দেবি বা সম্মান প্রদর্শন করা না হয় । আরো ডিজিটাল ছবি কেন হাতে তৈরি ছবির উপর কিয়াস করা শুদ্ধ নয় তা জানতে এই লিংকে যান ইসলামে ছবি ও ডিজিটাল ছবির বিধান।
 
Similar threads Most view View more
Back
Top