সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

ইসমু আযম, আল্লাহ্‌র নামের ওসীলার দুআ সমূহ


মহান আল্লাহ্‌র ইসমু আযম

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اَللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ اَلَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলূকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লা-হু, লা- ইলা-হা ইল্লা- আনতাল আ‘হাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুআন আহাদ

অনুবাদঃ হে আল্লাহ্‌, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে, আমি সাক্ষ্য প্রদান করছি, আপনিই আল্লাহ্‌, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আপনিই একক, অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই।

বুরাইদাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) দেখেন যে, এক ব্যক্তি সালাতরত অবস্থায় দুআয় উপরের কথাগুলো বলছে। তখন তিনি বলেন: “যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহ্‌র কাছে তাঁর ইসমু আ'যম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন।”

রেফারেন্স: সহিহ। তিরমিযিঃ ৩৪৭৫



মহান আল্লাহ্‌র ইসমু আযম #২


اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা, লা-ইলা-হা ইল্লা- আনতাল মান্না-নু, বাদী'উস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া- ‘হাইউ ইয়া- ক্বাইউম ইন্নি আস আলুক

অনুবাদঃ হে আল্লাহ্‌ নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি (এই বলে) যে, সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, হে মহাদাতা, হে আসমানসমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি।

আনাস ইব্‌ন মালিক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সঙ্গে বসা ছিলাম, অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল, যখন সে রুকূ-সিজদা এবং তাশাহুদ পড়ে দুআ করতে আরম্ভ করল তখন সে তাঁর দুআয় বললঃ (উপরে দুআটি উল্লেখিত হয়েছে)। তখন নবী (ﷺ) তাঁর সাহাবীগণকে বললেন, তোমরা কি জান সে কিসের দ্বারা দুআ করল? তাঁরা বললেন, আল্লাহ্‌ এবং তাঁর রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ! সে আল্লাহ্‌র ঐ ইসমে আজম দ্বারা দুআ করেছে যা দ্বারা দুআ করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোন কিছু চাওয়া হলে তা তিনি দান করেন।

রেফারেন্স: সহিহ। নাসাঈঃ ১৩০০



মহান আল্লাহ্‌র ইসমু আযম #৩ (দুআ ইউনূস)


لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ​


উচ্চারণঃ লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন

অনুবাদঃ আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

সা’দ ইবনু আবী ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন: “যুন্নুন (ইউনূস আঃ) মাছের পেটে যে দুআ করেছিলেন: (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)- এ দুআ দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দুআ করবে, আল্লাহ্‌ অবশ্যই তার দুআ কবুল করবেন।”

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৫০৫



মহান আল্লাহ্‌র ইসমু আযম #৪


وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ​


উচ্চারণঃ ওয়া ইলা-হুকুম্ ইলা-হুওঁ ওয়া-হিদুন্ লা- ইলা-হা ইল্লা- হুওয়ার-রাহ্‌মা-নুর রাহীম্

অনুবাদঃ তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি অতি দয়ালু মেহেরবান।

রেফারেন্স: সুনানে আবু দাউদঃ ১৪৯৬



মহান আল্লাহ্‌র ইসমু আযম #৫


الم. اَللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ​


উচ্চারণঃ আলিফ্ লাম্ মীম্। আল্লা-হু লা- ইলা-হা ইল্লা- হুআল-হাইয়্যুল্ ক্বাইয়্যূম্

অনুবাদঃ আলিফ-লাম-মীম, তিনি সেই আল্লাহ্‌, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।

আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (ﷺ) বলেছেন: ইসমে আযম এ দু’টি আয়াত রয়েছে: (এক) তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি অতি দয়ালু মেহেরবান (সূরা আল-বাক্বারাহ: ১৬৩)। (দুই) সূরা আলে-‘ইমরানের প্রথমাংশ, আলিফ-লাম-মীম, তিনি সেই আল্লাহ্‌, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।

রেফারেন্স: সুনানে আবু দাউদঃ ১৪৯৬



মহান আল্লাহ্‌র ইসমু আযম #৬


وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ​


উচ্চারণঃ ওয়া'আনাতিল উজুহু লিলহায়্যিল ক্বইয়্যুম

অনুবাদঃ আর চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে। আর সে অবশ্যই ব্যর্থ হবে যে যুলম বহন করবে।

রেফারেন্স: সহিহ। সহিহুল জামেঃ ১০২৫


 
দুআ ও রুকইয়াহ। কৃতজ্ঞতায়: IRD

Book Chapters

Overview
  • Views: 86
দুআর গুরুত্ব
  • Views: 104
আল্লাহ্‌র কাছে যে জিনিসটি চাওয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ
  • Views: 72
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রেহাই
  • Views: 69
দ্বীনের উপর অটল থাকার দুআ
  • Views: 90
সকল কাজে উত্তম পরিণতির দুআ
  • Views: 50
নিয়ামাত বা অনুগ্রহের প্রার্থনা
  • Views: 72
বিভীষিকা, দুর্দশা, মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়
  • Views: 44
যিকিরের ফযীলত
  • Views: 192
দুআ কবুলের সময় ও স্থান সমূহ
  • Views: 250
যাদের দুআ কবুল হয়
  • Views: 192
কখন কি বলা সুন্নাহ
  • Views: 319
সকাল-সন্ধ্যার জিকির ও ফযীলত
  • Views: 211
কর্মব্যস্ত অবস্থার জিকির
  • Views: 102
হাদিসে বর্ণিত কিছু দুআ সমূহ
  • Views: 118
রাব্বানা দিয়ে দুআ সমূহ
  • Views: 49
ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ
  • Views: 169
কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ
  • Views: 84
ঘর-বাড়ি সম্পর্কিত দুআ
  • Views: 59
আযান ও ইকামত সম্পর্কিত দুআ
  • Views: 88
ওযূ সম্পর্কিত দুআ
  • Views: 60
মসজিদ সম্পর্কিত দুআ
  • Views: 85
সালাত সম্পর্কিত দুআ
  • Views: 328
বিতর ও অন্যান্য সালাত সম্পর্কিত দুআ
  • Views: 107
অসুস্থ ব্যক্তির জন্য দুআ সমূহ
  • Views: 261
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা করণীয়
  • Views: 52
ইসমু আযম, আল্লাহ্‌র নামের ওসীলার দুআ সমূহ
  • Views: 60
তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 128
যেসকল ইস্তেগফার কুরআনে বর্ণিত হয়েছে
  • Views: 120
তাওবার ব্যপারে কুরআন ও হাদীসের বাণী
  • Views: 49
শয়তান ও তার কুমন্ত্রণা তাড়ানোর দুআ সমূহ
  • Views: 89
সন্তানের নিরাপত্তা সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 50
অনিষ্ট সম্পর্কিত অন্যান্য দুআ সমূহ
  • Views: 92
অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে
  • Views: 44
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
  • Views: 51
রাগান্বিত অবস্থায় দুআ সমূহ
  • Views: 44
মৃতের জন্য করনীয় সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 70
জানাযার দুআ সমূহ
  • Views: 110
খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার ও দুআ সমূহ
  • Views: 99
Top