ইলমের চারটি ধাপ – ইমাম সুফিয়ান সাওরী

Joined
Jan 3, 2023
Threads
862
Comments
1,026
Reactions
9,180
ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলতেন-

• ইলমের প্রথম ধাপ হলো, চুপ থাকা।

• দ্বিতীয় ধাপ হলো, মনোযোগ দিয়ে শোনা এবং আত্মস্থ করা।

• তৃতীয় ধাপ হলো, সে অনুযায়ী আমল করা।

• চতুর্থ ধাপ হলো, তা অন্যকে শেখানো এবং প্রচার করা।

– হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ৬
 
Back
Top