• কাবিসা বলেন, ‘এমন কখনো হয়নি- আমি সুফিয়ান সাওরির সাথে কোথাও বসেছি, আর তিনি মৃত্যুর কথা স্মরণ করেননি। আমি তার মতো করে আর কাউকে মৃত্যুর কথা স্মরণ করতে দেখিনি।’ — সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৭
• আবু নুআইম বলেন, ‘সুফিয়ান সাওরি যখন মৃত্যু নিয়ে অত্যধিক চিন্তা করতেন, তখন একাধারে বেশ কয়েক দিন তার কাছ থেকে কোনো ইলম আহরণ করা যেত না। সেসময় তার কাছে কোনো কিছু জানতে চাওয়া হলে বলতেন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না।’ — আল জারহু ওয়াত তাদিল, খণ্ড : ১
• আব্দুর রহমান ইবনু মাহদি বলেন, ‘সুফিয়ান সাওরিকে রাতের পর রাত পর্যবেক্ষণ করেছি। দেখেছি, মাঝরাতে জাহান্নামের ভয়ে লাফিয়ে উঠতেন। আর বলতে থাকতেন, আগুন! আগুন! জাহান্নামের আগুন আমাকে ঘুম ও যাবতীয় কামনা-বাসনার কথা ভুলিয়ে দিয়েছে।’ — তারিখু বাগদাদ, খণ্ড : ৯
• আবু উসামা বলেন, ‘সুফিয়ান সাওরি আল্লাহর ভয়ে যতটা তটস্থ থাকতেন, অন্য কাউকে ততটা দেখিনি।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬
• আব্দুর রহমান ইবনু মাহদি বলেন, ‘অনেক সময় সুফিয়ানের গাম্ভীর্য ও অন্তর্লীন অবস্থা দেখে মনে হতো, তাকে যেন বিচার দিবসের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।’ — সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৭
• আবু নুআইম বলেন, ‘সুফিয়ান সাওরি যখন মৃত্যু নিয়ে অত্যধিক চিন্তা করতেন, তখন একাধারে বেশ কয়েক দিন তার কাছ থেকে কোনো ইলম আহরণ করা যেত না। সেসময় তার কাছে কোনো কিছু জানতে চাওয়া হলে বলতেন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না।’ — আল জারহু ওয়াত তাদিল, খণ্ড : ১
• আব্দুর রহমান ইবনু মাহদি বলেন, ‘সুফিয়ান সাওরিকে রাতের পর রাত পর্যবেক্ষণ করেছি। দেখেছি, মাঝরাতে জাহান্নামের ভয়ে লাফিয়ে উঠতেন। আর বলতে থাকতেন, আগুন! আগুন! জাহান্নামের আগুন আমাকে ঘুম ও যাবতীয় কামনা-বাসনার কথা ভুলিয়ে দিয়েছে।’ — তারিখু বাগদাদ, খণ্ড : ৯
• আবু উসামা বলেন, ‘সুফিয়ান সাওরি আল্লাহর ভয়ে যতটা তটস্থ থাকতেন, অন্য কাউকে ততটা দেখিনি।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬
• আব্দুর রহমান ইবনু মাহদি বলেন, ‘অনেক সময় সুফিয়ানের গাম্ভীর্য ও অন্তর্লীন অবস্থা দেখে মনে হতো, তাকে যেন বিচার দিবসের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।’ — সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৭