ইমাম মালিকের প্রজ্ঞাপূর্ণ উক্তি - পর্ব : ৪

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,660
• ‘সচেতনতা, গাম্ভীর্য ও আল্লাহর ভয়-একজন আদর্শবান ছাত্রের প্রধান বৈশিষ্ট্য।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘যে জ্ঞানের কথা শুনতে চায় না এবং জ্ঞান অনুযায়ী চলতে চায় না, তার কাছে জ্ঞান বিতরণ করা মানে জ্ঞানকে অসম্মান করা।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘শাসক ও বিচারকদের কর্তব্য হলো আলিমদের সাথে সুসম্পর্ক রাখা; তাদের মজলিসে বসা এবং যেকোনো সমস্যায় তাদের শরণাপন্ন হওয়া।’ — আল মুদাওয়ানাতুল কুবরা, খন্ড : ১

• ‘দ্বীনি ইলম অর্জন ও চর্চার মধ্য দিয়েই মূলত প্রজ্ঞা ও অন্তর্জান অর্জিত হয়।’ — যাহরাতুত তাফাসীর, পৃ. ১০১০

• ‘সমাজে হাদিসের চর্চা কমে গেলে বিদআত ও প্রবৃত্তিপূজা বৃদ্ধি পায়; আর আলিমদের সংখ্যা কমে গেলে মানুষের অন্তর শক্ত হয়ে যায়।’ — আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, বর্ণনা নং : ৫১৫১
 
Back
Top