Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,102
- Comments
- 1,293
- Solutions
- 1
- Reactions
- 12,173
- Thread Author
- #1
আমিরুল মুমিনিন, আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর বিভীষিকা নিয়ে একটু ভাবুন। কল্পনার চোখে আপনার মৃত্যু ও মৃত্যুপরবর্তী অবস্থা দেখুন। চোখদুটো বন্ধ করে ঘুরে আসুন কিয়ামতের মুহূর্ত ও হাশরের ময়দান থেকে। ভাবুন, আপনি আল্লাহর সামনে অবনত হয়ে দাঁড়িয়ে আছেন। এখনই বিচারকার্য শুরু হয়ে যাবে। আপনার জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হবে। এমতাবস্থায় আপনি দুনিয়ার জীবন নিয়ে কী ভাববেন? আপনাকে সেই ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি দিয়ে পুনরায় দুনিয়ায় পাঠানো হলে, আপনি কী কী আমল করতে চাইবেন?
খলিফাতুল মুসলিমিন, মনে করুন, আপনাকে ওই অবস্থা থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি জাহান্নামের ভয়াবহ শাস্তি ও জান্নাতের অনাবিল আনন্দ দেখে এসেছেন। এখন আপনি কাঙ্ক্ষিত আমলগুলো করুন। যে আমলগুলো জাহান্নামে নিয়ে যায়, সেগুলো থেকে বেঁচে থাকুন। আর যে আমলগুলো জান্নাতে নিয়ে যায়, সেগুলো বেশি বেশি করুন। এভাবে মৃত্যুর যন্ত্রণা ও পরকালের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করুন।
খলিফাতুল মুসলিমিন, মনে করুন, আপনাকে ওই অবস্থা থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি জাহান্নামের ভয়াবহ শাস্তি ও জান্নাতের অনাবিল আনন্দ দেখে এসেছেন। এখন আপনি কাঙ্ক্ষিত আমলগুলো করুন। যে আমলগুলো জাহান্নামে নিয়ে যায়, সেগুলো থেকে বেঁচে থাকুন। আর যে আমলগুলো জান্নাতে নিয়ে যায়, সেগুলো বেশি বেশি করুন। এভাবে মৃত্যুর যন্ত্রণা ও পরকালের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করুন।
[তারতিবুল মাদারিক, খন্ড : ১]