Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
• ইমাম মালিক বলেন, ‘লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, শোনো বাবা, যেদিন তুমি জন্মেছ, সেদিন থেকেই মৃত্যু আর পরকালের দিকে এগিয়ে চলেছ তুমি। তাই এসবের ব্যাপারে কখনো উদাসীন থেকো না।’ — হিলইয়াতুল আউলিয়ার, খন্ড : ৬
• 'সকালটা কেমন কাটল?'-প্রশ্নের উত্তরে ইমাম মালিক বলতেন, ‘আমার জীবন থেকে একটি রাত কমে গেল। সাথে আরও কিছু পাপ হয়তো আমলনামায় যুক্ত হয়ে গেল।’ — শাযরাতুন নূর আয যাকিইয়াহ, খন্ড : ১
• ‘বাতিলের নৈকট্য ধ্বংস ডেকে আনে আর বাতিলের সমর্থন মানুষকে হক থেকে দূরে রাখে।’ — তাযকিরাতুল হুফফায, খন্ড : ১
• ‘দ্বীন ও ব্যক্তিত্ব বিক্রি করে কিছু অর্জন করার মধ্যে কোনো কল্যাণ নেই।’ — তাযকিরাতুল হুফফায, খন্ড : ১
• ‘হকের ওপর বাতিল বিজয়ী হলে দুনিয়ায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হবে। বাতিল কম হোক বা বেশি, তার পরিণাম ধ্বংস।’ — আল আদাবুশ শারইয়াহ লিল মাদদিসী, খন্ড : ১
• ‘যে নিজের ভালো করতে পারে না, সে অন্যেরও ভালো করতে পারে না। কারণ, মানুষ নিজের ভালোর ব্যাপারে অধিক সচেতন।’ — আল আদাবুশ শারইয়াহ লিল মাদদিসী, খন্ড : ১
• 'সকালটা কেমন কাটল?'-প্রশ্নের উত্তরে ইমাম মালিক বলতেন, ‘আমার জীবন থেকে একটি রাত কমে গেল। সাথে আরও কিছু পাপ হয়তো আমলনামায় যুক্ত হয়ে গেল।’ — শাযরাতুন নূর আয যাকিইয়াহ, খন্ড : ১
• ‘বাতিলের নৈকট্য ধ্বংস ডেকে আনে আর বাতিলের সমর্থন মানুষকে হক থেকে দূরে রাখে।’ — তাযকিরাতুল হুফফায, খন্ড : ১
• ‘দ্বীন ও ব্যক্তিত্ব বিক্রি করে কিছু অর্জন করার মধ্যে কোনো কল্যাণ নেই।’ — তাযকিরাতুল হুফফায, খন্ড : ১
• ‘হকের ওপর বাতিল বিজয়ী হলে দুনিয়ায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হবে। বাতিল কম হোক বা বেশি, তার পরিণাম ধ্বংস।’ — আল আদাবুশ শারইয়াহ লিল মাদদিসী, খন্ড : ১
• ‘যে নিজের ভালো করতে পারে না, সে অন্যেরও ভালো করতে পারে না। কারণ, মানুষ নিজের ভালোর ব্যাপারে অধিক সচেতন।’ — আল আদাবুশ শারইয়াহ লিল মাদদিসী, খন্ড : ১
Last edited: