Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
• ‘কেউ কিছু জানতে না চাওয়া সত্ত্বেও মুখ খোলা মানে জ্ঞানকে অপমান করা।’
• ‘সর্বোত্তম কাজ হলো জ্ঞানার্জন করা।’
• ‘বানোয়াট হাদিস বর্ণনা করা গর্হিত কাজ; আর বিশুদ্ধ হাদিস বর্ণনা করা পুণ্যের কাজ।’
• ‘জ্ঞানের সার্বিক সুফল লাভ করতে হলে, মুখস্থ করবে কম; বুঝবে বেশি। কারণ, যে না বুঝেই মুখস্থ করে, সে সফল হতে পারে না।’
• ‘হাসি-ঠাট্টা থেকে দূরে থাকা আলিমের প্রধান বৈশিষ্ট্য।’
• ‘সর্বদা আল্লাহকে ভয় করবে। সর্বত্র ইলম প্রচার করবে। আর ইলম কখনো কুক্ষিগত করে রাখবে না।’
• ‘সবারই উচিত আল্লাহকে ভয় করা এবং যোগ্য ব্যক্তির কাছ থেকে ইলম অর্জন করা।’
– তারতিবুল মাদারিক, খন্ড : ১
• ‘সর্বোত্তম কাজ হলো জ্ঞানার্জন করা।’
• ‘বানোয়াট হাদিস বর্ণনা করা গর্হিত কাজ; আর বিশুদ্ধ হাদিস বর্ণনা করা পুণ্যের কাজ।’
• ‘জ্ঞানের সার্বিক সুফল লাভ করতে হলে, মুখস্থ করবে কম; বুঝবে বেশি। কারণ, যে না বুঝেই মুখস্থ করে, সে সফল হতে পারে না।’
• ‘হাসি-ঠাট্টা থেকে দূরে থাকা আলিমের প্রধান বৈশিষ্ট্য।’
• ‘সর্বদা আল্লাহকে ভয় করবে। সর্বত্র ইলম প্রচার করবে। আর ইলম কখনো কুক্ষিগত করে রাখবে না।’
• ‘সবারই উচিত আল্লাহকে ভয় করা এবং যোগ্য ব্যক্তির কাছ থেকে ইলম অর্জন করা।’
– তারতিবুল মাদারিক, খন্ড : ১
Last edited: