Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
• আমরা ইলম শিখি দুনিয়া পাবার জন্য। অথচ ইলম আমাদের শেখায় দুনিয়া বর্জন করতে। [সিফাতুস সাফওয়া, খণ্ড: ৪]
• আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করার চেয়ে মহৎ কাজ আর নেই। অপরদিকে, দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করার চেয়ে জঘন্য কাজ আর দ্বিতীয়টা নেই। [আল-আদাবুশ শারইয়াহ, খণ্ড: ২]
• তোমাদের মধ্যে যে যত বেশি জ্ঞানী, সে যেন আল্লাহকে তত বেশি ভয় করে চলে। [হিলইয়াতুল আউলিয়া, খণ্ড: ৮]
• কিছু মানুষ নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। অথচ তাদের ভেতর দুনিয়াবিমুখতা ও আল্লাহভীরুতার ছিটেফোঁটাও নেই! [আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খণ্ড: ১]
• প্রতিটি জ্ঞানচর্চাকারী জ্ঞানের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা প্রবৃত্তির তাড়নায় কিংবা শয়তানের ধোঁকায় দুনিয়ার মায়াজালে আবদ্ধ হয়ে যায়। জ্ঞান অর্জনের প্রথম ও প্রধান শর্তই হচ্ছে পার্থিব মোহ থেকে নিজেকে মুক্ত রাখা। [আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খণ্ড: ১]
• আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করার চেয়ে মহৎ কাজ আর নেই। অপরদিকে, দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করার চেয়ে জঘন্য কাজ আর দ্বিতীয়টা নেই। [আল-আদাবুশ শারইয়াহ, খণ্ড: ২]
• তোমাদের মধ্যে যে যত বেশি জ্ঞানী, সে যেন আল্লাহকে তত বেশি ভয় করে চলে। [হিলইয়াতুল আউলিয়া, খণ্ড: ৮]
• কিছু মানুষ নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। অথচ তাদের ভেতর দুনিয়াবিমুখতা ও আল্লাহভীরুতার ছিটেফোঁটাও নেই! [আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খণ্ড: ১]
• প্রতিটি জ্ঞানচর্চাকারী জ্ঞানের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা প্রবৃত্তির তাড়নায় কিংবা শয়তানের ধোঁকায় দুনিয়ার মায়াজালে আবদ্ধ হয়ে যায়। জ্ঞান অর্জনের প্রথম ও প্রধান শর্তই হচ্ছে পার্থিব মোহ থেকে নিজেকে মুক্ত রাখা। [আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খণ্ড: ১]