সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর ইদরীস (আঃ) এর জান্নাত জাহান্নাম ঘুরে দেখা সম্পর্কে কাহিনী কি সত্য?

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
Threads
62
Comments
84
Reactions
771
Credits
422
প্রশ্ন- মুফাসসিরগণ বলেন, ইবরাহীম (আঃ) ছিলেন ‘মালাকুল মাওত' বা আযাযীল-এর বন্ধু। একদা ইদরীস (আঃ) জান্নাত-জাহান্নাম দেখতে চাইলেন। তিনি তাকে উপরে নিয়ে গিয়ে জাহান্নাম দেখালেন। ইদরীস (আঃ) জাহান্নাম দেখে অজ্ঞান হয়ে গেলে ‘মালাকুল মাওত' তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আপনি কোনদিন জাহান্নাম দেখেননি? ইদরীস (আঃ) বলেন, দেখেছি তবে আজকের মত কোনদিন দেখিনি। তারপর তাকে জান্নাত দেখালেন। অতঃপর ‘মালাকুল মাওত’ তাকে বললেন, দেখা হয়েছে চলেন যাই। তিনি বললেন কোথায় যাব? ‘মালাকুল মাওত' বললেন, যেখান থেকে এসেছেন সেখানে। তিনি বললেন, আল্লাহর কসম! আমি জান্নাতে প্রবেশ করেছি আর বের হব না। তখন মালাকুল মাওতকে বলা হ'ল আপনি তাকে জান্নাতে প্রবেশ করালেন। আর জান্নাত এমন জায়গা যেখানে যাওয়ার পর আর কেউ বের হয় না। এ ঘটনা কি সত্য?

উত্তরঃ এ ঘটনা ডাহা মিথ্যা

(সিলসিলা যঈফা হা/৩৩৯)।​

বক্তা ও শ্রোতার পরিচয়
প্রকাশক:-
আবদুর রাযযাক বিন ইউসুফ​
 
Top