Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 871
- Comments
- 1,036
- Reactions
- 9,295
- Thread Author
- #1
উত্তর : মুসলিম শিশুরা মারা গেলেও যেমন জান্নাতে যাবে, ঠিক তেমনই অমুসলিম শিশুরা মারা গেলে তারাও জান্নাতে যাবে। সামুরাহ ইবনু জুনদুব রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের বর্ণনাতে বলেন, ‘আমরা এক বাগানে আসলাম। সেই বাগানের মাঝে অনেক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছেন, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনিভাবে তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক-বালিকা দেখলাম যে, এত অধিক আর কখনো আমি দেখিনি। আমি বললাম, উনি কে? এরা কারা? তাকে বলা হলো, যে দীর্ঘকায় ব্যক্তি বাগানে ছিলেন, তিনি হলেন ইবরাহীম আলাইহিস সালাম। আর তাঁর আশেপাশের বালক-বালিকারা হলো ঐসব শিশু যারা ফিতরাতের (স্বভাবধর্মের) ওপর মৃত্যুবরণ করেছে’। রাবী বলেন, তখন কিছু ছাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! মুশরিকদের শিশু সন্তানরাও কি? তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ, মুশরিকদের শিশু সন্তানরাও’ (ছহীহ বুখারী, হা/৭০৪৭)।
--- মাসিক আল ইতিছাম, সেপ্টেম্বর ২০২৩
--- মাসিক আল ইতিছাম, সেপ্টেম্বর ২০২৩