প্রশ্নোত্তর ইদরীস (আঃ) এর জান্নাত জাহান্নাম ঘুরে দেখা সম্পর্কে কাহিনী কি সত্য?

Joined
Feb 23, 2024
Threads
62
Comments
84
Reactions
784
প্রশ্ন- মুফাসসিরগণ বলেন, ইবরাহীম (আঃ) ছিলেন ‘মালাকুল মাওত' বা আযাযীল-এর বন্ধু। একদা ইদরীস (আঃ) জান্নাত-জাহান্নাম দেখতে চাইলেন। তিনি তাকে উপরে নিয়ে গিয়ে জাহান্নাম দেখালেন। ইদরীস (আঃ) জাহান্নাম দেখে অজ্ঞান হয়ে গেলে ‘মালাকুল মাওত' তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আপনি কোনদিন জাহান্নাম দেখেননি? ইদরীস (আঃ) বলেন, দেখেছি তবে আজকের মত কোনদিন দেখিনি। তারপর তাকে জান্নাত দেখালেন। অতঃপর ‘মালাকুল মাওত’ তাকে বললেন, দেখা হয়েছে চলেন যাই। তিনি বললেন কোথায় যাব? ‘মালাকুল মাওত' বললেন, যেখান থেকে এসেছেন সেখানে। তিনি বললেন, আল্লাহর কসম! আমি জান্নাতে প্রবেশ করেছি আর বের হব না। তখন মালাকুল মাওতকে বলা হ'ল আপনি তাকে জান্নাতে প্রবেশ করালেন। আর জান্নাত এমন জায়গা যেখানে যাওয়ার পর আর কেউ বের হয় না। এ ঘটনা কি সত্য?

উত্তরঃ এ ঘটনা ডাহা মিথ্যা

(সিলসিলা যঈফা হা/৩৩৯)।​

বক্তা ও শ্রোতার পরিচয়
প্রকাশক:-
আবদুর রাযযাক বিন ইউসুফ​
 
Similar threads Most view View more
Back
Top