উত্তর : জান্নাতে রাত দিন, চন্দ্র-সূর্য থাকবে না। জান্নাত সর্বদা আলোকিত থাকবে। তবে জান্নাতীরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে সকাল-সন্ধ্যা অনুভব করবে এবং পর্দা উঠানো ও নামানোর মাধ্যমে তারা সুখ ভোগ করবে (তাফসীরে তাবারী ১৮/২২১ পৃ., সূরা মারইয়াম ৬২ নং আয়াতের ব্যাখ্যা দ্র.; ফাতাওয়া ইসলাম ওয়েব)।
সূত্র: মাসিক আল ইখলাস, জানুয়ারী ২০২৩
সূত্র: মাসিক আল ইখলাস, জানুয়ারী ২০২৩