মহান আব্বাসি খলিফা হারুনুর রশিদ (রাহিমাহুল্লাহ) মেঘ দেখলে বলতেন, “তোমার যেখানে ইচ্ছা বৃষ্টি বর্ষণ করো, তোমার বর্ষণ থেকে যে ফসল গজাবে, সেটার কর আমার কাছে আসবে!” এই খলিফা নিজের স্বর্ণালী বারান্দা ও প্রশস্ত আঙিনা সম্বলিত প্রাসাদে থাকতেন। হঠাৎ মৃত্যু তার কাছে এসে হাজির। তিনি তুলতুলে বিছানা ও বালিশে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর থেকে বিদায়ের দুশ্চিন্তা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। হঠাৎ তিনি দেখতে পেলেন দজলা নদীতে এক হতদরিদ্র ধোপা কাপড় ধুচ্ছে আর মনের সুখে গান গাইছে। প্রাসাদের জানালায় সেই গান ভেসে আসতে লাগল। হারুনুর রশিদ গান শুনলেন। যে হারুনুর রশিদের রয়েছে বিপুল পরিমাণ সম্পদ এবং বিশাল রাজত্ব, তার দাড়ি ভিজে গেল অশ্রুতে। কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘হায়! আমি যদি একজন ধোপা হতাম। হায়! আমি যদি খিলাফত না চিনতাম।'
প্রবল শক্তিমান আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান মানুষেরও দুর্বল মৃত্যু রেখেছেন, যাতে আমরা মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারি। ফলে আমরা কেবল তাঁর ওপরই ভরসা করি, তাঁর কাছেই আশ্রয় চাই।
– তিনিই আমার রব, চতুর্থ খন্ড, লেখক: শাইখ আলি জাবির আল ফাইফি, ভাষান্তর: আব্দুল্লাহ মজুমদার, সমকালীন প্রকাশন
প্রবল শক্তিমান আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান মানুষেরও দুর্বল মৃত্যু রেখেছেন, যাতে আমরা মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারি। ফলে আমরা কেবল তাঁর ওপরই ভরসা করি, তাঁর কাছেই আশ্রয় চাই।
– তিনিই আমার রব, চতুর্থ খন্ড, লেখক: শাইখ আলি জাবির আল ফাইফি, ভাষান্তর: আব্দুল্লাহ মজুমদার, সমকালীন প্রকাশন