আকিদা আল্লাহ তা'আলার নিকটতম আসমানে অবতরণ সম্পর্কে

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Joined
Jan 3, 2023
Threads
982
Comments
1,168
Solutions
1
Reactions
10,745
প্রশ্ন: আল্লাহ তা'আলা যখন অবতরণ করেন, তখন কি 'আরশ শূন্য হয়ে যায়?

উত্তর : এ ব্যাপারে আলেমগণের মধ্যে তিনটি মত রয়েছে : (ইবন তাইমিয়্যাহ, মাজমূ' ফাতাওয়া ৫/৩৮০-৩৯৬)

এক. প্রথম গোষ্ঠী বলেন, খালি হয়ে যায়, এমতটি ইমাম আবদুর রহমান ইবন মুহাম্মাদ ইবন মানদাহ রাহিমাহুল্লাহ পোষণ করতেন।

দুই. এ ব্যাপারে কোনো কথা বলা থেকে বিরত থাকতে হবে। এটি ইমাম আবদুল গণী আল-মাক্বদেসী ও কোনো কোনো আহলে হাদীসের মত।

তিন. 'আরশ তাঁর থেকে খালি হয় না। এটি অধিকাংশ আহলুস সুন্নাতের মত। এটি ইমাম আহমাদ, ইসহাক্ব ইবন রাহওয়াইহ, হাম্মাদ ইবন যায়েদ, উবাইদুল্লাহ ইবন বাত্ত্বাহ প্রমুখ আলেমগণের।

বস্তুত তৃতীয় মতটিই বিশুদ্ধ। [ইবন তাইমিয়্যাহ, ফাতাওয়া (৫/২৪২); শারহু হাদীসিন নুযুল পৃ. ১৬১, ২৩২-২৩৩।]


[রেফারেন্স : রহমান 'আরশের উপর উঠেছেন বই থেকে; লেখক : Professor Dr. Abubakar Muhammad Zakaria ; প্রকাশনায় : কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (সিডব্লিউআই), টঙ্গী, গাজীপুর।]
 
Last edited by a moderator:
Back
Top