সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Yiakub Abul Kalam

আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার-এর ব্যাপারে সালাফদের বাণী সমূহ-০৩

  • Thread starter

আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার-এর ব্যাপারে সালাফদের বাণী সমূহ-০৩​


ইমাম ইবনু জারীর আত-ত্ববারী রহিমাহুল্লাহ তার তাফসীরে (৬/১৬৬) বলেনঃ এসব কথার মাঝে আমার কাছে সঠিকতার সবচেয়ে কাছাকাছি মনে হয়েছে ঐ দলের কথা, যারা বলেছেন: এই আয়াতগুলো (আল্লাহর আইন বাদে অন্য বিধান দিয়ে বিচার-এর) আহলে কিতাবের কাফেরদের ব্যাপারে নাযিল হয়েছে। কারণ, পূর্বাপর আয়াতগুলো তাদের ব্যাপারেই নাযিল হয়েছে, ঐসব আয়াত দ্বারা তারাই উদ্দেশ্য। আর এই আয়াতগুলোও তাদের বর্ণনার পটেই এসেছে। তাই, এই আয়াতগুলো তাদের ঘটনা সম্পর্কে হওয়াই অধিক যুক্তিযুক্ত।

এখন কেউ যদি বলে: আল্লাহ তা'আলা এর মাধ্যমে পূর্বাপর তাঁর বিধান দিয়ে বিচার না করা সবাইকেই শামিল করেছেন। তো আপনি কিভাবে এটাকে তাদের সাথে নির্দিষ্ট করছেন?

তার উত্তরে বলা হবে: আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এখানে ঐসমস্ত লোকদের শামিল করেছেন, যারা তার নাযিলকৃত বিধানকে অস্বীকার করেছিল। তো তিনি তাদের সম্পর্কে খবর দিয়েছেন যে, তারা যেভাবে আল্লাহর আইনকে ছেড়েছে, তাতে তারা কাফের হয়ে গেছে।

অনুরূপ কথা তাদের ক্ষেত্রেও বলা হবে, যারা অস্বীকার করতঃ আল্লাহর বিধানকে বাদ দেয়। যেমনটি ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেছেন।
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,348Threads
Total Messages
17,189Comments
Total Members
3,677Members
Latest Messages
Tanvir Bin MofirulLatest member
Top