- Joined
- Jan 3, 2023
- Threads
- 700
- Comments
- 845
- Reactions
- 7,437
- Thread Author
- #1
সুহাইল ইবনু আবি হাযম বাসরি (রাহিমাহুল্লাহ) বলেন,
“আমি মালিক ইবনু দিনার (রাহিমাহুল্লাহ)- কে মৃত্যুর পরে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, হে আবু ইয়াহইয়া, যদি জানতে পারতাম আপনি আল্লাহর দরবারে কী নিয়ে গেছেন? তখন মালিক ইবনু দিনার (রাহিমাহুল্লাহ) উত্তরে বললেন, আমি আল্লাহর দরবারে অনেক গুনাহ নিয়ে গিয়েছিলাম। শুধু তাঁর প্রতি সুধারণা করার কারণেই তিনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন।”
— তারিখু দিমাশক, ইবনু আসাকির, খণ্ড : ২৬
“আমি মালিক ইবনু দিনার (রাহিমাহুল্লাহ)- কে মৃত্যুর পরে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, হে আবু ইয়াহইয়া, যদি জানতে পারতাম আপনি আল্লাহর দরবারে কী নিয়ে গেছেন? তখন মালিক ইবনু দিনার (রাহিমাহুল্লাহ) উত্তরে বললেন, আমি আল্লাহর দরবারে অনেক গুনাহ নিয়ে গিয়েছিলাম। শুধু তাঁর প্রতি সুধারণা করার কারণেই তিনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন।”
— তারিখু দিমাশক, ইবনু আসাকির, খণ্ড : ২৬