আমার সেই পাপ!

  • Thread Author
প্রসিদ্ধ তাবিয়ী মুহম্মাদ ইবনু সিরিন (রহিমাহুল্লাহ) একবার বেশকিছু ঋণে জর্জরিত হয়ে পড়লেন। তখন তিনি বলেন, 'আমি আমার সেই পাপ সম্পর্কে জানি, যা আমাকে এই ঋণে আটকে ফেলেছে। তা হলো এই যে- আমি এক লোককে লজ্জা দিয়ে বলেছিলাম, এই ফকির!'

— ইবনু রজব, আল ফারকু বাহনান নাসিহাতি ওয়া তাবির: ১
 
Back
Top