কান্নাই তো এখন আমার ভাগ্যলিপি!

  • Thread Author
কা'নাবি বলেন, ইমাম মালিকের অন্তিম মুহূর্তে তার কাছে গিয়ে দেখি, তিনি অনবরত কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, আবু আব্দিল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিলেন, ইবনু কানাব, কেন কাঁদব না, বলো? কান্নাই তো এখন আমার ভাগ্যলিপি! আহ্, নিজের মতামতের আলোকে যেসব ফাতওয়া দিয়েছি, সেগুলোর জন্য যদি আমাকে একটি করে চাবুক মারা হতো এবং দুনিয়াতেই যদি এসবের শাস্তি চূড়ান্ত হয়ে যেত! আহ্, আমি যদি নিজের মতামতের আলোকে ফাতওয়া না দিতাম!

– তারতিবুল মাদারিক, খন্ড : ১; আল ওয়াফিয়াত, খন্ড : ১
 
Back
Top