আবু মাইসারা যখন বিছানাতে ঘুমাতে যেতেন, তখন বলতেন, 'হায় আমার মা! যদি তুমি আমায় জন্মই না দিতে!' এরপর তিনি কাঁদতে থাকতেন। তাকে একবার প্রশ্ন করা হলো, 'আবু মাইসারা, কাঁদছ কেন?' তিনি উত্তর করলেন, 'আমাদের জানানো হলো, আমরা অবশ্যই সে স্থান অতিক্রম করব।* কিন্তু আমাদের বলা হলো না, কীভাবে আমরা তা থেকে বেঁচে ফিরব।'
* আল্লাহ তাআলা কসম করে বলেছেন : ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই, যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফয়সালা।’ – সূরা মারইয়াম : ৭১
– তাফসিরুত তাবারি : ৮/৩৬৪
* আল্লাহ তাআলা কসম করে বলেছেন : ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই, যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফয়সালা।’ – সূরা মারইয়াম : ৭১
– তাফসিরুত তাবারি : ৮/৩৬৪