আমার সংক্ষিপ্ত পরিচয়। মুহাম্মদ আনাস

Joined
Mar 24, 2024
Threads
26
Comments
31
Reactions
275
আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ |

আমার নাম - মুহাম্মদ আনাস উদ্দিন।
আমার ঠিকানাঃ দেশ- ভারত, রাজ্য- পশ্চিমবঙ্গ, জেলা- হুগলী, গ্রাম - দাইনান, থানা - খানাকুল, পোস্ট অফিস - খানাকুল।
আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র । শিশুকাল থেকে অর্থাৎ নিজ বুঝ আসার আগে থেকেই সহি আকিদা সম্পন্ন শিক্ষা আমার শিক্ষকদের কাছ থেকে পেয়ে এসেছি । আলহামদুলিল্লাহ এই জ্ঞানের সমুদ্রের তীরের নুড়ি কাকুর ,বালি মত নগণ্য জ্ঞান নিজের মধ্যে হাসিল করতে পেরেছি ।
বর্তমান সময়ে আল্লাহর তৌফিক এ নিজের উদ্যোগে এবং শিক্ষকদের এবং আহলুল হাদীসদের পথ অনুসরণ করে ইসলাম বিষয়ক বিভিন্ন গবেষণায় ব্রতি হয়েছি।

আকিদা - আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করি সর্বদাই। মতভেদের বিষয় এলে কুরআন , হাদিস, ইজমা ও কিয়াসকেই মানদণ্ড হিসেবে গ্রহণ করি ।
জাযাকাল্লাহু খাইরন ।
 
Last edited:
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
সালাফি ফোরামে আপনাকে পেয়ে আমরা অত্যান্ত আনন্দিত।
আল্লাহ আপনার ইলমে বারাকাহ দান করুক, দ্বীনের কাজগুলো কবুল করুক এবং আপনার থেকে ইলম নিয়ে ফোরামের মেম্বারদের উপকৃত করুক।
জাযাকাল্লাহু খাইরান।
 
Similar content Most view View more
Back
Top