Active member
Contributor
Salafi User
- Joined
- Mar 24, 2024
- Threads
- 26
- Comments
- 31
- Reactions
- 275
- Thread Author
- #1
আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ |
আমার নাম - মুহাম্মদ আনাস উদ্দিন।
আমার ঠিকানাঃ দেশ- ভারত, রাজ্য- পশ্চিমবঙ্গ, জেলা- হুগলী, গ্রাম - দাইনান, থানা - খানাকুল, পোস্ট অফিস - খানাকুল।
আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র । শিশুকাল থেকে অর্থাৎ নিজ বুঝ আসার আগে থেকেই সহি আকিদা সম্পন্ন শিক্ষা আমার শিক্ষকদের কাছ থেকে পেয়ে এসেছি । আলহামদুলিল্লাহ এই জ্ঞানের সমুদ্রের তীরের নুড়ি কাকুর ,বালি মত নগণ্য জ্ঞান নিজের মধ্যে হাসিল করতে পেরেছি ।
বর্তমান সময়ে আল্লাহর তৌফিক এ নিজের উদ্যোগে এবং শিক্ষকদের এবং আহলুল হাদীসদের পথ অনুসরণ করে ইসলাম বিষয়ক বিভিন্ন গবেষণায় ব্রতি হয়েছি।
আকিদা - আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করি সর্বদাই। মতভেদের বিষয় এলে কুরআন , হাদিস, ইজমা ও কিয়াসকেই মানদণ্ড হিসেবে গ্রহণ করি ।
জাযাকাল্লাহু খাইরন ।
আমার নাম - মুহাম্মদ আনাস উদ্দিন।
আমার ঠিকানাঃ দেশ- ভারত, রাজ্য- পশ্চিমবঙ্গ, জেলা- হুগলী, গ্রাম - দাইনান, থানা - খানাকুল, পোস্ট অফিস - খানাকুল।
আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র । শিশুকাল থেকে অর্থাৎ নিজ বুঝ আসার আগে থেকেই সহি আকিদা সম্পন্ন শিক্ষা আমার শিক্ষকদের কাছ থেকে পেয়ে এসেছি । আলহামদুলিল্লাহ এই জ্ঞানের সমুদ্রের তীরের নুড়ি কাকুর ,বালি মত নগণ্য জ্ঞান নিজের মধ্যে হাসিল করতে পেরেছি ।
বর্তমান সময়ে আল্লাহর তৌফিক এ নিজের উদ্যোগে এবং শিক্ষকদের এবং আহলুল হাদীসদের পথ অনুসরণ করে ইসলাম বিষয়ক বিভিন্ন গবেষণায় ব্রতি হয়েছি।
আকিদা - আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করি সর্বদাই। মতভেদের বিষয় এলে কুরআন , হাদিস, ইজমা ও কিয়াসকেই মানদণ্ড হিসেবে গ্রহণ করি ।
জাযাকাল্লাহু খাইরন ।
Last edited: