السلام عليكم ورحمة الله
আমার নাম মাজহারুল আনোয়ার। জন্ম ২০০২ সালে অর্থাৎ এখন বয়স ২১ বছর। আমাদের বিভাগ খুলনা, জেলা মেহেরপুর এবং থানা গাংনীর ছোট্ট একটা গ্ৰামে বাস করি আমি।মাদ্রাসায় পড়া সৌভাগ্য আমার হয়নি। আমি একজন জেনারেল লাইনের ছাত্র। এখন লেখাপড়া করছি "ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং" এর মধ্যে।
পরিবারের সদস্যরা হানাফী মাজহাবের অনুসারী কিন্তু শুধু আমিই একটু ব্যতিক্রম।
আমি সালাফী মানহাজ অনুসরণ করার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ।
যদিও এখনো যুবক আছি তাতে আবার অবিবাহিত, চারিদিকে যেন গোনাহের হাতছানি। নারীর ভয়াবহ ফিতনা সহ আরো কত কী!
এ পরিস্থিতিতে দ্বীনের উপর অটল থাকতে খুবই কষ্ট হয়। আপনারা আমার জন্য দুআ করবেন।
আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমীন।