• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

বিদআত আমাদের সমাজে প্রচলিত কিছু বিদআত

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
870
Comments
1,022
Reactions
9,745
Credits
4,384
সালাত কেন্দ্রিক কিছু বিদআত:

~ ওযুর নিয়ত পড়া।
~ প্রতি অঙ্গের জন্য দোআ পড়া।
~ সালাতের নিয়ত মুখে পড়া।
~ জায়নামাজের দোআ পড়া।
~ জুমা মুবারক বলা।
~ জুমার দিন আখেরী যোহর পড়া।
~ সালাতের পরে সম্মিলিত দোআ করা।

কুরআন তেলাওয়াত সংক্রান্ত কিছু বিদআত:

~ তেলাওয়াত এর আগে বা পরে তার উপর চুমু খাওয়া।
~ তেলাওয়াতের পরে "সাদাকাল্লাহু" বলতে হবে মনে করা।

মৃত ব্যক্তি ও তার সালাত সংক্রান্ত কিছু বিদআত:

~ মৃত ব্যক্তির জানাযার পর আবার দোআ করা।
~ কবরের পাড়ে সম্মিলিত মুনাজাত করা।
~ মৃত ব্যক্তির কবরে খেজুর এর ডাল গেড়ে দেয়া।
~ মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার নিয়ম চালু করা।
~ মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সূরা তাকাসুর পড়া।
~ মৃত ব্যক্তির জন্য খতমে খাজেগান করা।
~ মৃত ব্যক্তির গোসল দেয়ার সময় কপালে কালেমা আঁকিবুকি করা।
~ কবর যিয়ারাহ এর জন্য দিনক্ষণ বা সময় নির্ধারণ করা।
~ কবর এক বিঘতের বেশি উঁচু করা।
~ কবরের উপর সৌধ নির্মাণ করা।
~ কবরের উপর আলোকসজ্জা করা।
~ কবরের উপর মাসজিদ বানানো।
~ কবরের দিকে মুখ করে মসজিদ বানানো।
~ কবরস্থানকে মসজিদ বানানো।
~ মসজিদকে কবরস্থান বানানো।

দিবস কেন্দ্রিক কিছু বিদআত:

~ সাতাইশে রজব মিরাজের রাত হিসাবে পালন করা।
~ নবীর জন্মদিন পালন করা।
~ বড়দিন পালন করা।
~ ভালোবাসা দিবস পালন করা।
~ কোনো বছরের প্রথম বা শেষ দিন পালন করা।
~ নিজের বা সন্তান সন্ততিদের জন্মদিন পালন করা।
~ শবে বরাত পালন করা।
~ বদর দিবস পালন করা।

- শাইখ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া (হাফিঃ) এর ফেসবুক পোস্ট থেকে।
০৭/০৫/২০২৩
 
COMMENTS ARE BELOW

nafis2004

New member

Threads
0
Comments
2
Reactions
1
Credits
6
মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের বিদআত থেকে হেফাজত করুন।
 
Top