- Joined
- Jan 3, 2023
- Threads
- 756
- Comments
- 903
- Reactions
- 7,997
- Thread Author
- #1
বাসরার এক আমীরের প্রাসাদে এক দম্পতি কাজ করত। স্ত্রী ছিল বেশ সুন্দরী। তার রূপ-যৌবন দেখে আমীর মুগ্ধ হয়ে তাকে বিছানায় পেতে কামনা করল। একদিন তার স্বামীকে বিভিন্ন কাজে বাইরে পাঠিয়ে দাসীকে বলল, ‘প্রাসাদের দরজা বন্ধ কর। অমুক দরজা বন্ধ কর। অমুক জানালা বন্ধ কর।’ মেয়েটি ব্যাপার বুঝে গিয়েছিল। আমীর তাকে জিজ্ঞাসা করল, ‘তুমি কি সকল দরজা বন্ধ করেছ?’ সে বলল, ‘না। একটি দরজা খোলা আছে।’ আমীর বলল, ‘কেন খোলা রাখলে?’ সে বলল, ‘সেটা আমি বন্ধ করতে পারিনি।’ আমীর বলল, ‘কোন দরজাটা?’ মেয়েটি বলল, ‘আমাদের ও আল্লাহর মাঝের দরজাটা!’
মেয়েটির সতীত্ব দেখে অবাক হল আমীর। অতঃপর আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করল। ক্ষমা চেয়ে নিল মেয়েটির কাছে এবং ক্ষমা চাইল আল্লাহর কাছে।
— দর্স, শায়খ নাবীল আওয়াযী
— করুণাময়ের করুণাপ্রাপ্ত, শাইখ আব্দুল হামীদ ফাইজী আল মাদানী, ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরি
মেয়েটির সতীত্ব দেখে অবাক হল আমীর। অতঃপর আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করল। ক্ষমা চেয়ে নিল মেয়েটির কাছে এবং ক্ষমা চাইল আল্লাহর কাছে।
— দর্স, শায়খ নাবীল আওয়াযী
— করুণাময়ের করুণাপ্রাপ্ত, শাইখ আব্দুল হামীদ ফাইজী আল মাদানী, ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরি