সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Habib Bin Tofajjal

অন্যান্য আসমানের দরজার সংখ্যা এবং খোলার সময়

আসমানের দরজার সংখ্যা কত তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে সবগুলো দরজা কিয়ামতের দিন খুলে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন,
يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
সে দিন শিঙায় ফুৎকার দেওয়া হবে অতঃপর তোমরা দলে দলে সমাগত হবে। আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দরজাবিশিষ্ট।(১)

আসমানের কিছু দরজা খুলে দেওয়া হয় ফেরেশতাদের উঠানামার জন্য। আবদুল্লাহ ইবন আব্বাস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন জিবরীল নবী (ﷺ)-এর কাছে বসেছিলেন। সে সময় তিনি ওপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে মাথা উঠিয়ে বললেন, এটি আসমানের একটি দরজা। আজকেই এটি খোলা হলো। ইতঃপূর্বে আর কখনো খোলা হয়নি। এ দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে এলেন। আজকের এ দিনের আগে আর কখনো তিনি পৃথিবীতে আসেননি। তারপর তিনি সালাম দিয়ে বললেন, আপনি আপনাকে দেওয়া দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন।

আপনার পূর্বে আর কোনো নবীকে তা দেওয়া হয়নি। আর ঐ নূর দুটি হলো ‘ফাতিহাতুল কিতাব' বা সূরা-আল ফাতিহা এবং সূরা বাকারার শেষাংশ। এর যে-কোনো হরফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেওয়া হবে।(২)

আসমানের কিছু দরজা নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়, এরপর তা বন্ধ করে দেওয়া হয়। কিছু দরজা রূহের জন্য খোলা হয়। কিছু দরজা সৎআমলের জন্য উন্মুক্ত করা হয়। আবার কিছু দরজা পৃথিবীর শুরু থেকে খোলা হয়েছে এবং সূর্য পশ্চিম আকাশের ওঠার পূর্বপর্যন্ত খোলা রাখা হবে। এসব বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।


১. সূরা নাবা, আয়াত: ১৮-১৯
২. সহীহ মুসলিম, ৮০৬; সুনানুন নাসায়ী, ১১২
 
Top