• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রবন্ধ আবু হানিফার হাদিসবিরোধী ফতোয়া ও এর ভয়াবহ পরিনাম।

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
155
Comments
234
Solutions
1
Reactions
1,566
Credits
1,460
ইমাম বিশর ইবনে সারী (রহ.) একদিন ইমাম আবু আওয়ানা (রহ.) এর কাছে এসে বললেন,

"আমি শুনেছি যে আপনার নিকটে আবু হানিফার একটি বই আছে যা তিনি লিখেছেন?" আবু আওয়ানা (রহ.) বললেন,"ছেলে, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো।"

এরপর তিনি তাঁর একটি বাক্সের কাছে এগিয়ে গেলেন এবং একটি বই বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। ইমাম বিশর ইবনে সারী (রহ.) জিজ্ঞেস করলেন,"আপনি এটা কেন করলেন?"

জবাবে আবু আওয়ানা (রহ.) বললেন,"আমি একবার আবু হানিফার কাছে বসে ছিলাম। তখন সুলতানের পক্ষ থেকে একজন দূত দ্রুত গতিতে এসে বললেন, এক ব্যক্তি ফল চুরি করেছে।

তার বিষয়ে আপনার মতামত কী?" আবু হানিফা বললেন,"যদি চুরি করা জিনিসের মূল্য দশ দিরহাম হয়; তাহলে তার হাত কেটে ফেলো।"

দূত চলে গেলে আমি আবু হানিফাকে বললাম,"আপনি কি আল্লাহকে ভয় পান না? রাসূল (সা.) বলেছেন, ফল চুরির জন্য হাত কাটা যাবে না এবং গাছের মজ্জা চুরির জন্যও হাত কাটা যাবে না।

আপনি দূতকে থামান, নাহলে ওই ব্যাক্তির হাত কাটা হবে।" তিনি বললেন,"এটা ছিল পূর্বের রায়। এখন আর তা প্রযোজ্য নয়।" (না'উজুবিল্লাহ)

আবু আওয়ানা (রহ.) বললেন,"সেই ব্যক্তির হাত কেটে ফেলা হয়েছিলো। এই ঘটনার পর থেকে আমার কাছে আবু হানিফার কোন বই নেই।"

(তারিখে বাগদাদ: ১৩/৩৯১ পৃষ্ঠা)

হাত না কাটার পক্ষে সহি হাদিসটি হল

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ ‏"‏

রাফি ইবনু খাদীজ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ

গাছের ফল ও গাছের মজ্জা (তাল, খেজুর, নারিকেল ইত্যাদি গাছের মাথার নরম ও কচি অংশ) চুরির দায়ে হাত কাটার বিধান নেই।

(তিরমিজি: ১৪৪৯)
 

Attachments

  • FB_IMG_1719863925580.webp
    FB_IMG_1719863925580.webp
    77.3 KB · Views: 43
COMMENTS ARE BELOW
Top