মোটিভেশন আবু তালহা (রা:) এর স্ত্রীর ধৈর্য: আমাদের পাথেয়

  • Thread Author
আনাস (রাদিআল্লাহু আনহু) বলেন –

আবু তালহার এক ছেলে অসুস্থ ছিল। ছেলেটা যখন মারা যায়, তখন তিনি ঘরে ছিলেন না। তার স্ত্রী ছেলেটিকে সাজিয়ে একটা কাপড়ে মুড়িয়ে ঘরের এককোণে শুইয়ে রাখলেন। আবু তালহা এসে বললেন, “ছেলের কী খবর?”

স্ত্রী বললেন, “সে এখন পূর্বের চেয়েও শান্ত। আমার মনে হয় সে পরিপূর্ণ বিশ্রামে আছে।' আবু তালহা তার কথা বিশ্বাস করে নিলেন। তিনি স্ত্রীর সাথে রাত্রিযাপন করলেন। সকালবেলা গোসল করে বেরিয়ে যাওয়ার সময় স্ত্রী বললেন যে, ছেলেটি মারা গেছে। আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে সালাত আদায় করে স্ত্রীর সাথে যা কিছু হয়েছে তা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'আল্লাহ হয়তো তোমাদের এ রাত্রিতে বরকত দিয়ে দেবেন!' ইবনু উয়াইনা বলেন, এক আনসারী ব্যক্তি বলেছেন, 'আমি তার নয় ছেলেকে দেখেছি। তারা সবাই কুরআনের হাফিয ও আলিম ছিলেন।

– সহীহ বুখারী: ১৩০১ (তাওহীদ পাবলিকেশন)
 
🤲 جَزَاكَ ٱللّٰهُ خَيۡرًا
فِيۡ ٱلدُّنۡيَا وَٱلۡأٰخِرَةِ
 
Back
Top