অভিযোগ আপনার কাছ থেকে কি অতিরিক্ত ক্রেডিট কেটে নেওয়া হয়েছে?

SalafiForumVerified member

Administrator
Forum Staff
Salafi User
Joined
Nov 29, 2022
Threads
0
Comments
197
Reactions
2,378
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
আপনারা জানেন যে আমাদের ফোরাম থেকে PDF বা রিসোর্স ডাউনলোড করতে হলে ক্রেডিটের প্রয়োজন পড়ে।
ডাউনলোড করার পর যদি আপনার কাছ থেকে অতিরিক্ত বা বাড়তি ক্রেডিট কেটে নেওয়া হয় তবে এই পোস্টের নিচে কমেন্ট করে জানালে আমরা আপনার কাছ থেকে কেটে নেওয়া বাড়তি ক্রেডিট রিফান্ড বা ফেরত দিয়ে দিবো ইনশাআল্লাহ।

এখন আসেন এমনটা হওয়ার কারণ জেনে নেওয়া যাক
  • আপনি ডাউনলোড বাটনে একের অধিকবার ক্লিক করেছেন।
  • আপনার ইন্টারনেট স্লো হওয়ায় ডাউনলোড পেজ বার বার রিলোড নিচ্ছে অথবা লোডিং এ আটকে আছে।
মূলত এই দুটি কারণেই এমনটা হয়ে থাকে তাই এমন হয়ে আপনার কাছ থেকে অতিরিক্ত ক্রেডিট কেটে নেওয়া হলে এখানে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।

ক্রেডিট কীভাবে অর্জন করবেন?
  • প্রতিদিন ফোরামে ভিজিট করলে ক্রেডিট দেওয়া হবে।

  • আপনার প্রতিটি কমেন্টের জন্য আপনাকে ০.৫ ক্রেডিট দেওয়া হবে।

  • যেকোনো ক্যাটাগরিতে প্রতিটি পোস্টের জন্য আপনাকে ক্রেডিট দেওয়া হবে। (পোস্ট মিনিমাম ১২০০ অক্ষরের হতে হবে)

  • প্রতিটি PDF আপলোডের জন্য আপনাকে ১০ ক্রেডিট দেওয়া হবে।

  • আপনার আপলোডকৃত প্রতিটি PDF অন্যরা ডাউনলোড করলে প্রতিবার ডাউনলোডের জন্য আপনাকে ক্রেডিট দেওয়া হবে।

  • আপনি যদি অন্যদের PDF ডাউনলোড করার পর রিভিউ দেন তাহলে আপনাকে ক্রেডিট দেওয়া হবে।
সহজেই প্রতিদিন PDF ডাউনলোড করার টিপস:
  • সালাফি আলিমদের বই বা লিখুনি থেকে ফোরামে দুটি পোস্ট করে করলেই ১০ ক্রেডিট পেয়ে যাবেন। ৪টা পোস্ট করলে ২০ ক্রেডিট এভাবে পেতেই থাকবেন। (প্রতিটি পোস্ট মিনিমাম ১২০০ অক্ষরের হতে হবে)

  • প্রতিদিন ফোরামে ভিজিট করে ক্রেডিট নিন তারপর ফোরামের ১০ টা পোস্টে ১০ টা কমেন্ট করে ক্রেডিট নিন ব্যাস আপনার ১০ ক্রেডিট হয়ে গেলো এবার আপনি আপনার পছন্দের PDF টি ডাউনলোড করুন।

  • PDF টি ডাউনলোড করলে আপনার কাছ থেকে ১০ ক্রেডিট কেটে নেওয়া হবে এখন কি করবেন? - এখন আপনি সুন্দর করে ডাউনলোডকৃত বইটির একটি রিভিউ লিখে দিলেই ক্রেডিট ব্যাক পেয়ে যাবেন। (Thank you, জাযাকাল্লাহ, এই ধরনের রিভিউ দিলে কোনো ক্রেডিট দেওয়া হবেনা। মিনিমাম তিন-চার লাইনের অর্থাৎ মিনিমাম ২০০ অক্ষরের প্রকৃত রিভিউ দিলেই ক্রেডিট পাবেন।)

জাযাকুমুল্লাহু খাইরান।
 
Similar threads Most view View more
Back
Top