• মু'তামির ইবনু সুলাইমান (রহিমাহুল্লাহ) তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন, 'নিশ্চয় যে ব্যক্তি গোপনে কোন গুনাহ করবে, অতঃপর সে সকালে উঠে দেখবে সেই গুনাহর লাঞ্ছনা তার ওপর নেমে এসেছে'। [কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ২৮০]
• আউওয়াম ইবনু হাওশাব (রহিমাহুল্লাহ) বলেন, 'বলা হয়ে থাকে গুনাহ করে আনন্দিত...